সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও কলকাতাকে কবজা করার ডাক, কখনও আবার বাংলা-বিহার-ওড়িশা দখল নিয়ে হুঁশিয়ারি। অশান্ত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ভাষণে বারবার ভারত-বিরোধী মন্তব্যের স্রোত বয়ে গিয়েছে। এবার খোদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ মাহফুজ আলম ডাক দিয়েছেন 'অখণ্ড বাংলাদেশ' গড়ার। সোশাল মিডিয়ায় তাঁর পোস্ট দেখে একেবারে কড়া বার্তা দিল নয়াদিল্লি। ইউনুস সরকারের উদ্দেশে বিদেশ মন্ত্রকের কড়া বার্তা - ভাষা নিয়ে আরও সংযত হোন। এরপর অবশ্য মাহফুজ আলমের সোশাল মিডিয়ার পাতায় আর ওই বিতর্কিত পোস্ট দেখা যায়নি। তিনি পোস্টটা মুছে দিয়েছেন।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করেন। তাঁর বক্তব্য, ‘‘বিতর্কিত পোস্টটি ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে। তবে আমরা সংশ্লিষ্ট পক্ষকে বলছি, ভারত বিরোধী মন্তব্য করা থেকে নিজেদের জনগণকে সতর্ক করুক অন্তর্বর্তী সরকার। ভারত বারবার বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতিতে আগ্রহ দেখিয়েছে। কিন্তু এধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। সেক্ষেত্রে সকলের দায়িত্ববোধ থাকা প্রয়োজন।’’
ঘটনার সূত্রপাত ইউনুস ঘনিষ্ঠ মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্ট নিয়ে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওই উপদেষ্টা ‘অখণ্ড বাংলাদেশ’ গড়ার ডাক দেন। তাতে তিনি ভারতের একাধিক রাজ্যকেও নিজেদের অধীনে নেওয়ার কথা লিখেছেন। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ তাঁর পোস্ট ছিল, ‘‘বিজয় এসেছে, তবে সামগ্রিক নয়। মুক্তি এখনও বহুত দূরে...।’’ যদিও পরে সেই পোস্ট তিনি মুছে দেন। এই মাহফুজকেই একসময়ে ‘বিপ্লবের মাথা’ বলে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন মহম্মদ ইউনুস। কিন্তু তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এক প্রতিনিধি হিসেবে আলমের এসব উসকানিমূলক মন্তব্যকে কোনওভাবেই যে ভারত বরদাস্ত করবে না, তা বিদেশ মন্ত্রকের তরফে একেবারে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হল।