সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন ৯/১১। রুশ শহর কাজানের ৬টি বহুতলে একসঙ্গে আছড়ে পড়ল ইউক্রেনের ড্রোন। নেট ভুবনে ছড়িয়ে পড়েছে ভয়ংকর হামলার একটি ভিডিও। সেই ভিডিওয় দেখা যাচ্ছে ৯/১১-র ধাঁচেই এক বহুতলের ছাদে আছড়ে পড়ছে ড্রোন। প্রায় তিন বছর ধরে যুদ্ধ চলছে দুই দেশের মধ্যে। শুরুতে মনে করা হয়েছিল, মস্কোর কাছে সহজেই হারবে কিয়েভ। কিন্তু এখন পাশা উলটেছে। এই লড়াইয়ে শেষপর্যন্ত কি ইউক্রেন শেষ হাসি হাসবে? এমন সম্ভাবনাকে উসকে দিচ্ছে এমন হামলা।
প্রসঙ্গত, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলা চালিয়েছিল আল কায়দা। গোটা বিশ্ব শিউরে উঠেছিল আত্মঘাতী বিমানের বহুতলের পেটে ঢুকে যাওয়ার দৃশ্য দেখে। সেই হামলায় প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। জখম হন প্রায় ৬ হাজার। সেই বীভৎস ইতিহাসই ফিরে এল রাশিয়ায়। তবে এই হামলায় হতাহতের কথা জানা যায়নি। কিন্তু বিমান আছড়ে পড়ার পর খালি করে দেওয়া হয় বাড়িগুলি। বন্ধ স্কুল-কলেজ, বিমানবন্দরও। মাটির নিচের সুড়ঙ্গে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। সব মিলিয়ে তৈরি হয়েছে আতঙ্কের আবহ।
আসলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চললেও মেঘনাদের মতো এই যুদ্ধে জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে আমেরিকা। রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনকে অস্ত্রের জোগান দিয়ে চলেছেন জো বাইডেন। এমনকী প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেওয়ার আগে রাশিয়াকে ধরাশায়ী করতে বড় পদক্ষেপ করেছেন বাইডেন। ইউক্রেনকে অনুমতি দেওয়া হয়েছে রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার মার্কিন অস্ত্র ব্যবহারের। গত নভেম্বরেই স্কোয় বৃহত্তম ড্রোন হামলা চালায় কিয়েভ। মোট ৩৪টি ড্রোন ছোড়া হয়। আরও ৩৬ ড্রোন ছোড়া হয় রাশিয়ার অন্যত্র।
সম্প্রতি বিদায় নিয়েছেন ডেমোক্র্যাট বাইডেন। নতুন মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন রিপাবলিকান ডোনল্ড ট্রাম্প। এর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কোন দিক বাঁক নেয় সেদিকে নজর ছিল গোটা বিশ্বর। এবার বহুতলে ড্রোন হামলায় নতুন করে ছড়াল চাঞ্চল্য।