shono
Advertisement

অবাক কাণ্ড! অসুস্থ মালকিনকে অ্যাম্বুল্যান্সে হাসপাতাল নিয়ে গেল সারমেয়

সারমেয়র কাণ্ডের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল৷ The post অবাক কাণ্ড! অসুস্থ মালকিনকে অ্যাম্বুল্যান্সে হাসপাতাল নিয়ে গেল সারমেয় appeared first on Sangbad Pratidin.
Posted: 08:07 PM Aug 15, 2018Updated: 08:37 PM Aug 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোষ্যর তালিকার শুরুতে প্রথমে আসে কুকুরের নাম৷ কুকুর কমবেশি ভালবাসেন সকলেই৷ কুকুরের প্রভুভক্তির কথা তো জানেন প্রত্যেকেই৷ তাই তা নিয়ে নতুন করে কিছু বলার নেই৷ নিজের মালিকের জন্য একটি কুকুর যে কী কী করতে পারে, তা আরও একবার দেখলেন সকলে৷ চিনের সারমেয়র প্রভুভক্তির কাহিনি এখন নেটদুনিয়ায় সাড়া জাগিয়েছে৷ সবাইকে পিছনে ফেলে ওই কুকুরটির কথাই এখন নেটিজেনদের মুখে মুখে ঘুরছে৷

Advertisement

[১৯৫টি শহরের নাম, শেক্সপিয়রের কবিতা অনর্গল বলতে পারে এই বিস্ময় বালিকা!]

চিনের ছোট্ট এক শহর ডেকিং৷ ওই শহরের বাসিন্দা মহিলার পরিবারের সদস্য বলতে একটি সারমেয়৷ দিনকয়েক ধরে অসুস্থ হয়ে ছিলেন তিনি৷ শারীরিক অসুস্থতা নিয়েই নিজের সারমেয়কে নিয়ে রাস্তায় বেড়িয়েছিলেন ওই মহিলা৷ তাতেই ঘটল বিপত্তি৷ কুকুরকে নিয়ে রাস্তায় বেরিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি৷ মাথা ঘুরে রাস্তায় লুটিয়ে পড়েন ওই মহিলা৷ অচৈতন্য হয়ে পড়েন৷ চোখের সামনে নিজের কাছের মানুষকে অসুস্থ হয়ে পড়তে দেখে দৌড়াদৌড়ি শুরু করে দেয় সারমেয়টি৷ চিৎকার করে লোকজন জড়ো করে সে৷ আশেপাশের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে মাটি থেকে তোলার চেষ্টা করেন৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় মেডিক্যাল টিম৷ অসুস্থ মহিলাকে অ্যাম্বুল্যান্সে তোলার তোড়জোড় শুরু হয়৷ নিজের মনিবকে অ্যাম্বুল্যান্সে তুলতে দেখে আরও উদগ্রীব হয়ে পড়ে সারমেয়৷ মহিলার জ্ঞান ফেরানোর চেষ্টা করে ওই অবলা প্রাণী৷

নিয়ম অনুযায়ী, অ্যাম্বুল্যান্সে কোনও পোষ্যকেই উঠতে দেওয়া হয় না৷ কিন্তু এক চিকিৎসক জানান, কুকুরটি কিছুতেই মালকিনকে অচৈতন্য অবস্থায় অ্যাম্বুল্যান্সে তুলতে দিচ্ছিল না৷ এছাড়া মনিবকে সুস্থ করার জন্য ওই সারমেয়র অক্লান্ত চেষ্টা দেখেও অবাক হয়ে যান মেডিক্যাল টিমে থাকা প্রত্যেকেই৷ তাই এক প্রকার বাধ্য হয়েই অ্যাম্বুল্যান্সে সারমেয়টিকে তোলার সিদ্ধান্ত নেন তাঁরা৷ মহিলার জ্ঞান ফেরাতে কুকুরের এই কীর্তিই এখন নেটদুনিয়ায় ভাইরাল৷

[OMG! প্রশিক্ষণ নিয়ে থিম পার্ক পরিষ্কার রাখছে ৬টি কাক!]

[সূর্য রহস্য সন্ধানে পাড়ি দিল নাসার মহাকাশ যান ডেল্টা ফোর]

মেডিক্যাল টিমে থাকা প্রত্যেকের মতো নেটিজেনরাও কুকুরের কারসাজির প্রশংসা না করে থাকতে পারছেন না৷ প্রাথমিক চিকিৎসার পরই সুস্থ হয়ে যান ওই মহিলা৷ জ্ঞান ফেরার পরই নিজের পোষ্যকে জড়িয়ে ধরেন তিনি৷ চোখের জলও আর ধরে রাখতে পারেননি৷        

The post অবাক কাণ্ড! অসুস্থ মালকিনকে অ্যাম্বুল্যান্সে হাসপাতাল নিয়ে গেল সারমেয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার