shono
Advertisement

বঙ্গ সফরে ব্যস্ত সূচির মধ্যেই সৌরভপত্নী ডোনার নাচের অনুষ্ঠান দেখবেন অমিত শাহ!

বুধবার রাতেই শহরে আসছেন শাহ।
Posted: 04:13 PM May 03, 2022Updated: 05:36 PM May 03, 2022

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: অমিত শাহর রাজ্য সফরে চমক! ব্যস্ত কর্মসূচির মধ্যেই ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের অনুষ্ঠান দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সব ঠিক থাকলে শুক্রবার সন্ধ্যায় ভিক্টোরিয়ায় অমিত শাহর উপস্থিতিতে নৃত্য পরিবেশন করতে পারেন বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)।

Advertisement

বিজেপি সূত্রের খবর, প্রথমে ৪ তারিখ অর্থাৎ বুধবার রাতে কলকাতায় পৌঁছানোর কথা থাকলেও তিনি ৪মে শহরে আসছেন না। ৫ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকালে কলকাতায় আসবেন তিনি। সেখান থেকে প্রথমে সুন্দরবন যাবেন তিনি। সেখানকার বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। মধ্যাহ্নভোজ সারবেন বিএসএফ (BSF) জওয়ানদের সঙ্গে। এরপর দুপুরে শাহ যাবেন শিলিগুড়ি। সেখানে রোড শো হওয়ার কথা। জনসভা করতে পারেন শাহ। রাতে শিলিগুড়িতেই থাকবেন তিনি। ৬ তারিখ সকালে উত্তরবঙ্গের তিনবিঘা এলাকা পরিদর্শন করবেন শাহ। দুপুরে ফিরবেন কলকাতায়। সেখানেও একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহের। দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। বৈঠক করবেন দলের সাংসদ-বিধায়কদের সঙ্গেও।

[আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ নিয়ে হুমকির অভিযোগ, সুজাতা খাঁ’র আবেদন মেনে মামলা সরল শিয়ালদহ কোর্টে]

বৈঠক সেরে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাবেন অমিত শাহ (Amit Shah)। সেখানে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাতের আহার সারবেন তিনি। এরপর বিশিষ্টজনদের সঙ্গে দেখা করার কথা রয়েছে শাহের। তারপর ফিরবেন দিল্লি। সূত্রের খবর কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের এই অনুষ্ঠানেই বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় নৃত্য পরিবেশন করবেন। শাহর পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও (Jagdeep Dhankar)। তবে এই সূচি প্রয়োজনে বদল হতে পারে বলেই খবর। যদিও শাহের অনুষ্ঠানে ডোনার নৃত্য পরিবেশন বেশ চমকপ্রদ বলেই মনে করা হচ্ছে। 

[আরও পড়ুন: তিন বছর পর ইদের সকালে রিজওয়ানুরের বাড়িতে মমতা, কথা বললেন পরিবারের সঙ্গে]

যদিও এই প্রথমবার নয়। এর আগেও বিজেপির (BJP) অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন ডোনা। তাছাড়া শুক্রবার সন্ধেয় ভিক্টোরিয়ার যে অনুষ্ঠানে ডোনা নৃত্য পরিবেশন করার জন্য আমন্ত্রণ পেয়েছেন, সেটা সরকারি অনুষ্ঠান। সুতরাং এর মধ্যে রাজনীতির রং খোঁজাটা যুক্তিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement