সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক দিন আগেই হোয়াইট হাউস (White House) থেকে কোকেন উদ্ধার হয়েছিল। সেই ঘটনাকে নিশানা করেই এবার জো বাইডেনকে (Joe Biden) তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোশ্যাল মিডিয়ায় তিনি সাফ জানিয়েছেন, ওই ড্রাগ আসলে বাইডেন ও তাঁর পরিবারই ব্যবহার করে। তাঁদের জন্যই হোয়াইট হাউসে বিপুল পরিমাণ কোকেন আনা হয়েছিল। প্রসঙ্গত, গত ২ জুলাই হোয়াইট হাউসের ওয়েস্ট উইং এলাকায় তল্লাশি চালিয়ে কোকেন উদ্ধার হয়। তারপরেই মার্কিন প্রেসিডেন্টের পরিবারের দিকে আঙুল তুলেছেন ট্রাম্প।
গত ২ জুলাই আচমকাই হোয়াইট হাউসে তল্লাশি চালিয়ে সাদা রঙের গুঁড়ো উদ্ধার হয়। পরে জানা যায় ওই সাদা পাউডার আসলে কোকেন। এই খবর প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় তোপ দাগেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “কী মনে হয়, হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে যে কোকেন পাওয়া গিয়েছে সেটা কারা ব্যবহার করে? হান্টার ও জো বাইডেন ছাড়া আর কেউই ওই কোকেন ব্যবহার করে না, আমি নিশ্চিত।”
[আরও পড়ুন: ‘দলে এত চোর-ধান্দাবাজ জানা ছিল না, এরাই নেতাদের প্রিয়’, ভোটের আগেরদিন ফের বিস্ফোরক মনোরঞ্জন]
নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মিডিয়াকেও একহাত নিয়েছেন ট্রাম্প। তিনি লেখেন, “কয়েকদিন পরেই ফেক মিডিয়া দাবি করবে, ওটা কোকেন নয়। মিডিয়া বলবে ওটা আসলে অ্যাসপিরিনের গুঁড়ো। তারপর এই কেলেঙ্কারির ঘটনা হাওয়ায় মিলিয়ে যাবে।” প্রসঙ্গত, হোয়াইট হাউসে তল্লাশির সময়ে উপস্থিত ছিলেন না বাইডেন। ক্যাম্প ডেভিডে ছুটি কাটাতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে কোকেন উদ্ধার নিয়ে মুখ খুলেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ভবনের প্রেস সচিব ক্যারিন জাঁ-পিয়ের জানিয়েছেন, হোয়াইট হাউসের ওই এলাকায় সাধারণ মানুষের প্রবেশাধিকার রয়েছে। সারাদিনে অনেকেই ওই এলাকায় চলা ফেরা করেন, সেখান থেকেই কোকেন উদ্ধার হয়েছে। কিন্তু হোয়াইট হাউস চত্বরে কীভাবে কোকেন এল, তা জানতে তদন্ত চলছে। এই কাণ্ডের মূল অবধি পৌঁছনো খুবই দরকার।