shono
Advertisement

ব্যবসায় লাভই হচ্ছে না! অজুহাতে এক দশক ধরে কর ফাঁকি দিয়েছেন ট্রাম্প, রিপোর্টে ফাঁস

অভিযোগ ওড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। The post ব্যবসায় লাভই হচ্ছে না! অজুহাতে এক দশক ধরে কর ফাঁকি দিয়েছেন ট্রাম্প, রিপোর্টে ফাঁস appeared first on Sangbad Pratidin.
Posted: 10:18 AM Sep 28, 2020Updated: 02:20 PM Oct 01, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যবসায় লাভই হচ্ছে না। এই অজুহাতে ক্রমাগত আয়কর (Income Tax) ফাঁকি দিয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হতেই ‘রটনা’ ওড়ালেন প্রেসিডেন্ট।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যমের দাবি, ২০১৬ সালে অর্থাৎ যে বছর মার্কিন প্রেসিডেন্টের গদিতে বসেছিলেন ট্রাম্প, সে বছর মাত্র ৭৫০ মার্কিন ডলার ফেডারেল আয়কর দিয়েছিলেন তিনি। ২০১৭ সালেও একই অঙ্কের কর মিটিয়েছেন ট্রাম্প। এমনকী, গত ১৫ বছরের মধ্যে ১০ বছর তো তিনি কোনও আয়করই দেননি বলে দাবি করেছে ওই সংবাদমাধ্যম। প্রতি বছরই ট্রাম্প দাবি করেছেন, ব্যবসায় লাভের চেয়ে বেশি ক্ষতি হচ্ছে। অথচ ওই সংবাদমাধ্যমের অন্তর্তদন্ত অন্য কথা বলছে। প্রসঙ্গত, ২০১৬ থেকেই তাঁর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে বারবার। কারণ, তিনি কত অর্থ করবাবদ দেন, সে বিষয়টি প্রকাশ করতে চাননি ডোনাল্ড ট্রাম্প। 

[আরও পড়ুন : টিকটক নিয়ে বড় ধাক্কা ট্রাম্পের, অ্যাপ ডাউনলোডে তাঁর নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ আদালতের]

তবে ওই সংবাদমাধ্যমের ওই রিপোর্ট উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর পালটা দাবি, প্রকাশিত ওই তথ্য সম্পূর্ণ ভুয়ো। তিনি কর দেন। যদিও সেই করের অঙ্ক সম্পর্কে মুখে কুলুপ এঁটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বরং এ প্রসঙ্গে তাঁর সংস্থার এর আইনজীবী অ্যালান গার্টেন জানাচ্ছেন, ওই প্রতিবেদনে প্রকাশিত বেশ কিছু তথ্য অসত্য। ট্রাম্পের হয়ে তাঁর সাফাই, “গত দশ বছরে ডোনাল্ড ট্রাম্প দশ মিলিনিয় বা এক কোটি টাকা ব্যক্তিগত কর মিটিয়েছেন। ২০১৫ সালে নির্বাচনে লড়ইয়ের কথা ঘোষণ হওয়ার পরও এই কর মিটিয়েছেন ট্রাম্প।” তবে তিনিও করের অঙ্কটা প্রকাশ করেননি।  

[আরও পড়ুন : ওলির মদতে চিনের জমি দখলের প্রতিবাদ, ছাত্র বিক্ষোভে উত্তাল নেপাল]

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টদের কর দেওয়ার বিষয়টি প্রকাশ করা আমেরিকার আইনে বাধ্যতামূলক নয়। তবে প্রেসিডেন্ট নিক্সনের সময় থেকেই সকলে এই হিসাব প্রকাশ করেন। সেই রীতিতে ছেদ টেনেছেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে রীতিমতো আইনি লড়াইও লড়েছেন তিনি। 

The post ব্যবসায় লাভই হচ্ছে না! অজুহাতে এক দশক ধরে কর ফাঁকি দিয়েছেন ট্রাম্প, রিপোর্টে ফাঁস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement