সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুলাই মাসের ১১ তারিখ চূড়ান্ত সাজা ঘোষণা হলে জেলে যেতে হবে ৭৭ বছরের মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীকে। এমনকী, তাঁর জন্য দরজা বন্ধ থাকবে ভারত-সহ বেশ কয়েকটি দেশের দরজা। কারণ অপরাধমূলক ঘটনায় সাজাপ্রাপ্ত হলে বিশ্বের বেশ কিছু দেশ নির্দিষ্ট সময় পর্যন্ত প্রবেশাধিকার দেয় না সাজাপ্রাপ্ত ব্যক্তিকে। সেই তালিকায় রয়েছে ভারতের নামও।
তথ্য গোপনের উদ্দেশ্যে ব্যবসায়িক নথিপত্রে জালিয়াতি করার দায়ে মার্কিন আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগের সব ক’টিই প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে ১২ সদস্যের জুরি বোর্ড। এই অবস্থায় মার্কিন আইন অনুযায়ী দেশের সর্বোচ্চ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি। তবে সাজা পাওয়ার পর যদি তিনি নির্বাচিত হন, তবে ভোটের পরে কংগ্রেসের দুই কক্ষে তাঁকে ইমপিচ করার প্রক্রিয়া শুরু করা যেতে পারে।
[আরও পড়ুন: রামকৃষ্ণ মিশনে হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত, গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা]
এদিকে সাজা পাওয়ার পর প্রেসিডেন্ট নির্বাচিত হলেও ৩৭টি দেশের সীমান্ত পার করতে পারবেন না ট্রাম্প। মার্কিন বান্ধব ইজরায়েল, কিংবা প্রতিবেশী কানাডা, জাপান, ব্রিটেন কিংবা প্রতিপক্ষ চিন– সব দেশেই ফৌজদারি সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রবেশে অনুমতি দেয় না। একই নিয়ম রয়েছে ভারতেও। ফলে যদি ফের প্রেসিডেন্ট পদে জিতে হোয়াইট হাউসে ফিরেও আসেন ট্রাম্প, তাহলেও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিদেশ সফরে অনেক ভেবেচিন্তে চলতে হবে তাঁকে।
পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন এই রিপাবলিকান নেতার সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় আমেরিকার পতাকার উলটো ছবি পোস্ট করে প্রতিবাদ দেখাচ্ছেন তাঁরা। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আদালতের নির্দেশ নিয়ে যেভাবে সকলে প্রতিবাদে শামিল হয়েছেন, জাতীয় পতাকার অপমান করছেন তা দেশের জন্য অত্যন্ত ভয়ংকর বলেই জানিয়েছেন বাইডেন।