সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলন মাস্ক থেকে শুরু করে মার্কিন আমজনতা- সকলের মনেই জায়গা করে নিয়েছেন তিনি। সেই বিবেক রামাস্বামীর (Vivek Ramaswamy) প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। রাজনীতির ময়দানে প্রতিপক্ষ বিবেকের সুখ্যাতি করতে এতটুকুও কুণ্ঠাবোধ করেননি। বরং ট্রাম্পের মতে, আমেরিকার (USA) ভাইস প্রেসিডেন্ট পদে এই ভারতীয় বংশোদ্ভূতকেই দেখতে চান তিনি। যদিও এই সম্ভাবনা আদৌ বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ প্রেসিডেন্ট পদ ছাড়া আর কোনওদিকে আগ্রহী নন ৩৮ বছর বয়সী রামাস্বামী। তবে আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থীর দৌড়ে এগিয়ে রয়েছেন ট্রাম্পই।
[আরও পড়ুন: ভারতেই তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন, প্রস্তাব পাশ মার্কিন কংগ্রেসে]
নির্বাচনের আগে প্রথম প্রেসিডেনশিয়াল ডিবেটে অংশ নেননি ট্রাম্প। যদিও তিনি বলেছিলেন, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাকে বেছে নেওয়া যায় সেটা দেখার জন্য এই ডিবেটে নজর রাখবেন তিনি। তারপরেই ভারতীয় বংশোদ্ভূত রামাস্বামীর প্রশংসা ট্রাম্পের মুখে। তিনি বলেন, “রামাস্বামী খুবই বুদ্ধিমান। ভাল কাজ করার ক্ষমতা রয়েছে ও মধ্যে। আমার বিশ্বাস রামাস্বামী অনেক দূর এগোতে পারবে।” সেই সঙ্গে ট্রাম্প জানান, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসাবেও খুব ভাল কাজ করবেন রামাস্বামী।
বছরের গোড়ায় যখন রামস্বামী নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন, তখন তিনি মোটেই খুব বিরাট কোনও পরিচিত মুখ ছিলেন না। কিন্তু যত সময় এগিয়েছে, ততই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সামনের সারিতে উঠে এসেছেন তিনি। সম্প্রতি হওয়া এক পোলে দেখা গিয়েছে তিনি রয়েছেন রিপাবলিক প্রার্থীদের মধ্যে দ্বিতীয় স্থানে। শীর্ষস্থানে এখনও রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
[আরও পড়ুন: ভারতে আসছেন না জিনপিং! ম্যাপ বিতর্কের ছায়া জি-২০ সামিটে?]