সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে মোহভঙ্গ আমেরিকার৷ পাকিস্তানকে নিয়ে সিআইএ ও পেন্টাগনের আদিখ্যেতা আর মেনে নিচ্ছে না ট্রাম্প প্রশাসন৷ ‘মিত্র’ পাকিস্তানের উপর যে মোটেও আস্থা নেই, তা সাফ করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷ তিনি জানিয়েছেন, আমেরিকার জন্য কানাকড়ি কাজও করেনি পাকিস্তান। শুধু তাই নয়, আল-কায়দার নেতা ওসামা বিন লাদেনকে লুকিয়ে থাকতে সহায়তা করেছে ওই দেশ।
[অমৃতসর হামলার নেপথ্যে আইএসআই, রক্তাক্ত দিন ফেরাতে মরিয়া পাকিস্তান]
রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইসলামাবাদকে তুলোধোনা করেন ট্রাম্প৷ তিনি বলেন, “পাকিস্তানকে প্রতি বছর ১.৩ বিলিয়ন ডলার দেয় আমেরিকা৷ পরিবর্তে লাদেনকে আশ্রয় দেয় দেশটি৷ তাই সামরিক খাতে আর্থিক অনুদান বন্ধ করেছি আমরা৷ আমেরিকার জন্য কানাকড়ি কাজও করেনি পাকিস্তান।” উল্লেখ্য, পাকিস্তানের প্রতি কোনও মার্কিন রাষ্ট্রপতির এহেন তোপ বেনজির৷ সোভিয়েত আমল থেকেই আফগানিস্তানে প্রভাব বানিয়ে রাখতে ইসলামাবাদকে ব্যবহার করে এসেছে আমেরিকা৷ সোভিয়েত ইউনিয়ন ও ভারতকে টেক্কা দিতে তখন পেন্টাগনের তুরুপের তাস ছিল পাকিস্তান৷ সোভিয়েতের পতনের পরও চিনকে বাগে রাখতে পাকিস্তানকে হাতে রেখেছেন মার্কিন রাষ্ট্রপতিরা৷ প্রবাদ আছে, মসনদে বসে প্রত্যেক আইএসআই প্রধানকেই ওয়াশিংটনে সেলাম বাজিয়ে আসতে হয়৷ পরিবর্তিত সময়ের সঙ্গে পালটেছে সমীকরণ৷ পাক গণতন্ত্রে ক্রমেই বাড়ছে ‘মোল্লাতন্ত্র’-এর প্রভাব৷ ইসলামাবাদের থেকেও আজ পাক বিদেশনীতিতে প্রভাব বেশি লাল মসজিদের৷ ফলে জেহাদিদের উত্থান ঘটছে দ্রুত৷ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের নামে জঙ্গিদের মদত করে গিয়েছে পাকিস্তান৷ চলছে চিনের সঙ্গে অভিসারও৷ ফলে প্রবল ক্ষুব্ধ আমেরিকা৷ তারই বহিঃপ্রকাশ ঘটল ট্রাম্পের বয়ানে৷
উল্লেখ্য, এই প্রথম নয়, সন্ত্রাসবাদ ইস্যুেতে এর আগেও পাকিস্তানকে একাধিকবার সতর্ক করেছে আমেরিকা৷ কয়েকদিন আগেই ইসলামাবাদকে কড়া বার্তা দিয়েছিলেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও। তিনি বলেছিলেন, “আফগানিস্তানে পরিস্থিতি স্বাভাবিক হোক এটা সকলেই চায়। তবে সেটা হতে গেলে পাকিস্তানের ভিতর তালিবান, হাক্কানি এবং অন্যান্য জঙ্গিগোষ্ঠীকে নিরাপদ আশ্রয় দেওয়া চলবে না। পাকিস্তান সরকার খুব ভাল করেই জানে আমাদের দৃষ্টিভঙ্গিটা। তারা জঙ্গিদমনে পদক্ষেপ না করলে ট্রাম্প প্রশাসন কী করতে পারে, তা জানে ইসলামাবাদ। তাই আমাদের আশা, ট্রাম্প প্রশাসনের বেঁধে দেওয়া লক্ষ্য পূরণ করবে পাকিস্তান।” তবে আমেরিকার শত হুঁশিয়ারি সত্বেও হেলদোল নেই পাকিস্তানের৷
[মনের মতো চাকরি না পেয়ে আত্মঘাতী ইঞ্জিনিয়ারিং পড়ুয়া]
The post ‘আমেরিকার জন্য কানাকড়ি কাজও করেনি পাকিস্তান’, তোপ ট্রাম্পের appeared first on Sangbad Pratidin.