shono
Advertisement

Breaking News

ট্রাম্পের নয়া নীতিতে এবার বিপাকে প্রবাসী ভারতীয়রাও!

এবার H1B ভিসা নিয়ন্ত্রণেও কড়া হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ The post ট্রাম্পের নয়া নীতিতে এবার বিপাকে প্রবাসী ভারতীয়রাও! appeared first on Sangbad Pratidin.
Posted: 10:32 AM Jan 31, 2017Updated: 05:02 AM Jan 31, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত মুসলিম প্রধান দেশের নাগরিকদের আমেরিকার মাটিতে পা রাখায় নিষেধাজ্ঞা জারি করেছেন৷ এবার H1B ভিসা নিয়ন্ত্রণেও কড়া হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ জানা যাচ্ছে, খুব শিগগিরি এ সংক্রান্ত নির্দেশিকায় সই করতে চলেছেন তিনি৷ ফলে বেশ বিপাকে পড়ার সম্ভাবনা ইনফোসিস, উইপ্রো, টিসিএসের মতো আইটি সংস্থাগুলির৷ মার্কিন মুলুকে থাকা ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্নচিহ্ন তৈরি হল৷

Advertisement

ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতা করে বহিষ্কৃত অ্যাটর্নি জেনারেল

অভিবাসন নীতিতে রদবদল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের প্রচারে৷ তখতে বসেই তা বাস্তবায়িত করেছেন ট্রাম্প৷ একই প্রতিশ্রুতি ছিল ভিসা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও৷ যদিও ভারতের প্রধানমন্ত্রীকে ট্রাম্পের ফোনের পর, অনেকের ধারণা ছিল, এ ব্যাপারে ততটা কড়া হবেন না মার্কিন প্রেসিডেন্ট৷ অবশ্য সে সম্ভাবনা ছিল বলেই ভারতীয় আইটি সংস্থাগুলো নজর রাখছিল চিনের খোলা বাজারের দিকে৷ অবশেষে সে জল্পনা সত্যি হতে চলেছে৷ H1B ভিসা নিয়ে এবার কঠোর হতে চলেছেন ট্রাম্প৷

লস্কর প্রধান হাফিজ সইদকে গৃহবন্দি করল পাকিস্তান

প্রস্তাবিত নির্দেশিকা লাগু হলে বেশ বিপাকেই পড়তে পারে ভারতীয় আইটি সংস্থাগুলি৷ আইটি থেকে বিজ্ঞান বা উচ্চতর গবেষণার কাজে যাঁরা আমেরিকা যেতে চান, সাধারণভাবে তাঁদের জন্য এই ভিসা মঞ্জুর করা হয়৷ কিন্তু অভিযোগ, কার্যত তা আউটসোর্সিংয়ের পর্যায়ে পৌঁছেছে৷ অর্থাৎ এই ভিসা দিয়ে কম বেতনে অন্য দেশ থেকে কর্মী এনে কাজ করিয়ে নিচ্ছে সংস্থাগুলি৷ এই আউটসোর্সিং বন্ধের ব্যাপারে বরাবরই কড়া ছিলেন ট্রাম্প৷ আর তাই এবার তা নিয়ন্ত্রণে খড়্গহস্ত হচ্ছেন৷ ওবামা প্রশাসন যে এমপ্লয়মেন্ট অথোরাইজেশন কার্ড চালু করেছিল, তাও বন্ধ করতে চলেছন ট্রাম্প৷ সম্প্রতি এই নির্দেশিকার খসড়া ফাঁস হয়৷ আর তারপর থেকেই ট্রাম্পের কঠোর ভিসা নীতির ইঙ্গিত মিলছে৷যদিও ভারতীয় আইটি সংস্থাগুলি এখনই এ বিষয়ে কিছু মন্তব্য করতে নারাজ৷

The post ট্রাম্পের নয়া নীতিতে এবার বিপাকে প্রবাসী ভারতীয়রাও! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement