shono
Advertisement

Breaking News

‘করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না’, দশটি যুক্তি ব্যাখ্যা করে পরামর্শ মুখ্যসচিবের

এখনই রাজ্যে লকডাউনের কোনও সম্ভাবনা নেই বলেও জানালেন তিনি। The post ‘করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না’, দশটি যুক্তি ব্যাখ্যা করে পরামর্শ মুখ্যসচিবের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:42 PM Jul 18, 2020Updated: 07:50 PM Jul 18, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। তার ফলে সকলেরই কপালের ভাঁজ চওড়া হচ্ছে। এই পরিস্থিতিতে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তাই দিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। কেন আতঙ্কিত হবেন না, শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে সে সম্পর্কে দশ দফা যুক্তিও দিলেন তিনি। 

Advertisement

মুখ্যসচিবের যুক্তিগুলি হল: 

১. আমাদের রাজ্যে বর্তমানে অ্যাকটিভ কেস (Active Case) ১৪ হাজার ৭০৯ জন।
২. তাঁদের মধ্যে প্রায় ৭০ শতাংশ মানুষই উপসর্গহীন। তাই ১০ হাজার ৫০০ জনের মতো মানুষ বাড়িতে কিংবা সেফ হোমেই রয়েছেন।
৩. ২২০০ জন মানুষের সংক্রমণের উপসর্গ একেবারেই মৃদু।
৪. ১২৫০ জন আক্রান্তের সংক্রমণ নিয়ে চিন্তার কোনও কারণ নেই।
৫. ৬৬০ জন আক্রান্ত যদিও বেশ সংকটজনক।
৬. তবে মুখ্যসচিবের দাবি, কম সংক্রমিত এবং সংকটজনকদের যোগ করলে হয় ১৯০০-র মতো। যে রাজ্যে ১০ কোটি মানুষের বাস, সেখানে ১৯০০ কোনও বিরাট সংখ্যা নয়।

[আরও পড়ুন: মাত্রাতিরিক্ত বিল জমা দিতে না পারলেও কাটা যাবে না লাইন, CESC-কে কড়া বার্তা রাজ্যের]

৭. আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি হলেও রাজ্যে মৃত্যুর হার অত্যন্ত কম। প্রায় ২.৭৬ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে।  
৮. রাজ্যে ১০০ জনের মতো রোগী হাসপাতালে ভরতি হচ্ছেন।
৯. বাংলায় এখনও বেডের অভাব শুরু হয়নি। কলকাতাতেও এখনও ১৫০০টি বেড ফাঁকা রয়েছে।
১০. সেফ হোমেও ৬০০০ শয্যা ফাঁকা রয়েছে।

সংক্রমণ বাড়লেও বাংলায় এখনই পুরো লকডাউনের (Lockdown) পরিস্থিতি নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি বলেন, “এখনই বাংলায় পুরো লকডাউনের কোনও সম্ভাবনা নেই। এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি।” তবে কনটেনমেন্ট জোনে (Containment Zone) যেমন কড়া লকডাউন চলছে তা চলবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।

[আরও পড়ুন: করোনা আবহে প্রত্যেক তৃণমূল কর্মীকে ১০টি করে পরিবারের দায়িত্ব নিতে হবে, নির্দেশ অভিষেকের]

The post ‘করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না’, দশটি যুক্তি ব্যাখ্যা করে পরামর্শ মুখ্যসচিবের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement