shono
Advertisement

চিনের চোখরাঙানির ‘জবাব’ তৈরি! দেশীয় প্রযুক্তির হালকা ট্যাঙ্কের পরীক্ষা সফল লাদাখে

মাস খানেকের মধ্যে সেনার হাতে 'জোরবার' তুলে দেবে DRDO। 
Posted: 07:57 PM Jan 13, 2024Updated: 07:58 PM Jan 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের চোখ রাঙানির জবাব তৈরি! ‘ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা’ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) তৈরি করে ফেলল ‘জোরবার’। দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা ট্যাঙ্ক। যা লাদাখের মতো প্রতিকূল আবহাওয়ার পাহাড়ি সীমান্তে লাল ফৌজের মোকাবিলায় দারুণভাবে কাজে আসবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

গত বছরের মার্চ মাসেই দেশীয় প্রযুক্তিতে হালকা ট্যাঙ্ক নির্মাণের কথা ঘোষণা করেছিল প্রতিরক্ষা মন্ত্রক। এর কারণ ২০২০ সালের লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় জওয়ানদের রক্তক্ষয়ী লড়াই। ওই সংঘর্ষে চিনা ‘পিপলস লিবারেশন আর্মি’র হামলায় ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর হয়েছিল। ওই সময় চিনা আগ্রাসনের বিরুদ্ধে হালকা ট্যাঙ্কের অভাব বোধ করেছিল সেনা।

 

[আরও পড়ুন: বাজপেয়ীর বায়োপিক কি লোকসভা ভোটপ্রচারে বিজেপির অস্ত্র? মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী]

উল্লেখ্য ডিআরডিও-র তৈরি ‘অর্জুন’, রুশ টি-৯০ (ভীষ্ম), টি-৭২ (অজেয়) ওজনে ভারী হওয়ায় লাদাখের পাহাড়ি অঞ্চলে যুদ্ধের উপযুক্ত নয়। সেই অভাব পূরণের জন্য প্রতিরক্ষা মন্ত্রকে আবেদন করেন জওয়ানরা। শেষ পর্যন্ত সেই অভাব পূরণের পথে সেনা। ‘আত্মনির্ভর ভারত’-এর আরও এক উদাহারণ তৈরি করল রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিআরডিও। হালকা ট্যাঙ্ক ‘জোরাবর’ নির্মাণ করেছে তারা। শনিবার লাদাখের শীতল মরুভূমিতে সফল পরীক্ষা হল এই হালকা ট্যাঙ্কের। যা এলএসিতে চিনা আগ্রাসন মোকাবিলায় কাজে আসবে বলেই মনে করা হচ্ছে। সব ঠিক থাকলে মাস খানেকের মধ্যে সেনার হাতে জোরবার তুলে দেবে ডিআইরডিও। 

 

[আরও পড়ুন: ৮ বছর ধরে নিখোঁজ বায়ুসেনার বিমান, অবশেষে মিলল সন্ধান!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement