ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: করোনা (Coronavirus) এবার বাধা হয়ে দাঁড়াল বহু বছর ধরে কঙ্কালীতলায় হয়ে আসা কুমারী পুজোয়। ৫১ জনের বদলে কেবল মাত্র একজন কুমারীকে নিয়েই নমো নমো করে হল পুজো। মারণ ভাইরাসের কারণে এতদিনের নিয়মে ছেদ পড়ায় মুখ ভার স্থানীয়দের।
প্রায় ৪৪ বছর আগে কঙ্কালীতলায় শুরু হয়েছিল এই কুমারীপুজো। প্রতিবছর ত্রয়োদশ তিথিতে ৫ থেকে ১২ বছর বয়সী ৫১ জন কন্যাকে কুমারী রূপে পুজো করা হত সেখানে। পুজোর আনন্দে মেতে উঠতেন স্থানীয়রা। কিন্তু চলতি বছরে জমায়েত নিষিদ্ধ। কী উপায়? কার্যত বাধ্য হয়েই ঘট প্রতিস্থাপন করে ৫১ জনের বদলে একজন কুমারীকে প্রতীক রূপে রেখে পুজো সম্পন্ন করা হল কঙ্কালীতলায়। তবে সকলেই আশাবাদী আগামী বছর পূর্বের নিয়ম মেনেই এয়োদশী তিথিতে কুমারী পুজো হবে।
[আরও পড়ুন: খাদ্যশস্য ও বস্ত্রের মিশেলে তৈরি এক ফুটের লক্ষ্মী, সূক্ষ্ম কারুকাজে তাক লাগালেন শিক্ষক]
উল্লেখ্য, চলতি বছরে করোনার জেরে দুর্গাপুজোও হয়েছে একাধিক নিয়ম মেনে। পুজো কমিটির সদস্য, পুরোহিত, পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কয়েকজন ও ঢাকি ছাড়া মণ্ডপে ঢোকার অনুমতি পাননি কেউ। ফলে প্রতিবারের মতো প্যাণ্ডেল হপিংও করতে পারেনি পুজো প্রেমী বাঙালি। বিসর্জনের ক্ষেত্রেও মানতে হয়েছে একাধিক নিয়ম।