সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগেই ব্যান্ডেল স্টেশনে (Bandel Station) ৭২ ঘণ্টা লন্ধ ছিল ট্রেন চলাচল। এবার একমাসের জন্য ব্যান্ডেল স্টেশনে ব্যহত হবে ট্রেন পরিষেবা। চূড়ান্ত ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ অর্থাৎ ৪ জুন থেকে শুরু হচ্ছে ইন্টারলকিং সিস্টেমের কাজ। সেই কারণেই শনিবার থেকে গোটা জুন মাস ব্যান্ডেল স্টেশনে ১০ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর। আগামী ৪ জুলাই থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা। টানা একমাস রেল পরিষেবা বন্ধ থাকলে কোন পথে গন্তব্যে পৌঁছবেন তা নিয়ে দুশ্চিন্তায় যাত্রীরা।
[আরও পড়ুন: ধন্য মেধা! সেভেনে পড়ার সময়ই দশম শ্রেণির দিদিকে পড়াত মাধ্যমিকে প্রথম হওয়া অর্ণব]
কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে?
- দুটি আপ হাওড়া-ব্যান্ডেল লোকাল
- একটি আপ হাওড়া-মেমারি লোকাল
- ব্যান্ডেল থেকে কাটোয়া ও বর্ধমানগামী ট্রেন
- ডাউন হাওড়া লোকাল
- কাটোয়া থেকে ৩৭৭৪৬ ডাউন
- বর্ধমান থেকে ৩৭৭৮৪ ডাউন
- মেমারি থেকে ৩৭৬৫৬ ডাউন
উল্লেখ্য, ইন্টারলকিংয়ের কাজ চলার জন্য গত ২৭ মে বিকাল তিনটে থেকে ৩০ মে সোমবার বিকেল তিনটে – অর্থাত্ ৭২ ঘণ্টা ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম এবং মগরা স্টেশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। এর মধ্যে দু’দিন ব্যান্ডেল স্টেশন (Bandel Station) সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। ব্যান্ডেলে কাজ হওয়ার জন্য হাওড়া থেকে বর্ধমান মেন ও কালনা (Kalna) শাখায় রেল পরিষেবা ব্যাহত ছিল। ব্যান্ডেল-চুঁচুড়া, ব্যান্ডেল-ত্রিবেণী, ব্যান্ডেল-খন্যানের মধ্যে বন্ধ ছিল ট্রেন। যার জেরে যাত্রীরা ঘুরপথে যেতে গিয়ে ব্যাপক সমস্যায় পড়ছিলেন। অন্যান্য স্টেশনগুলিতে দিনের ব্যস্ত সময় ভিড় বাড়ছিল। ট্রেন বন্ধ থাকায় সড়কপথেও চাপ বাড়ছিল। অতিরিক্ত ভাড়া হাঁকিয়ে বসছিলেন গাড়িচালকরা। তবে যাত্রী ভোগান্তি কমাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। এদিকে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছিল রেলের কাজ।