সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে বর্তমানে ‘অ্যানিম্যাল’-এর দাপট। নিন্দে-সমালোচনা যতই হোক, ক্যাশবাক্স কিন্তু উপচে পড়ছে! তেইশের বক্স অফিসে যেখানে নভেম্বর মাস অবধি বাদশাই শেষ কথা ছিলেন, সেখানে ‘অ্যানিম্যাল’ (Animal)-এর সুবাদে খেলা ঘুরিয়ে দিয়েছেন রণবীর কাপুর। আর সেই আবহেই ধুকছে ‘ডাঙ্কি’র (Dunki) অগ্রিম বুকিং!
‘পাঠান’, ‘জওয়ান’-এর পর শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘ডাঙ্কি’র দিকেই চেয়ে ছিলেন দর্শকরা। আট মাসের ব্যবধানে দু’ দুটো ব্লকবাস্টার ফিল্ম উপহার দিয়ে ৫৮ বছরের অভিনেতা বলিউডের ব্যবসার হাল ঘুরিয়েছেন। অতঃপর শাহরুখের ফিল্মি কেরিয়ারে ২০২৩ সালের শেষ তুরুপের তাস যে ‘ডাঙ্কি’ (Dunki Advance Booking) হবে, এমন প্রতাশ্যাই ছিল অনুরাগীদের। কিন্তু কোথায় কী? মুক্তির মাত্র ৭ দিন আগেও অগ্রিম বুকিংয়ে তেমন ঝড় তুলতে পারলেন না দেশে! তবে বিদেশে কিন্তু দারুণ চাহিদা ‘ডাঙ্কি’র টিকিটের।
বলিউড মাধ্যম সূত্র খবর, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইয়ে সবমিলিয়ে প্রায় ৩ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। আর রিলিজের দিন সাতেক আগেই ভক্তদের প্রেক্ষাগৃহে টানতে নতুন ফন্দি আঁটলেন শাহরুখ খান। ‘ডাঙ্কি’র নতুন পোস্টার রিলিজ করে ছন্দ মিলিয়ে লিখে ফেলেছেন ঝরঝরে কবিতা।
[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়েলে রণবীরের বিপরীতে নতুন নায়িকা, বাদ পড়ছেন ‘ভাবি ২’ তৃপ্তি দিমরি?]
প্রসঙ্গত, অগ্রীম বুকিংয়ের মন্দা বাজারেই সম্প্রতি বৈষ্ণদেবীতে পুজো দিতে গিয়েছিলেন কিং খান। কারণ, তাঁর কাছে বৈষ্ণদেবীর দর্শন মানেই ছবি ব্লকবাস্টার। ‘পাঠান’, ‘জওয়ান’-এর সুপারহিট রেজাল্ট অন্তত তেমনটাই বলছে। তাই নতুন সিনেমা রিলিজের আগেও সেই বিশ্বাস থেকেই ছুটে গিয়েছেন বৈষ্ণদেবীর কাছে। উল্লেখ্য, একই তারিখে মুক্তি পাচ্ছে প্রভাসের ‘সালার’। সেক্ষেত্রে দক্ষিণী বলয়ে একটা কঠিন প্রতিযোগিতার সম্মুখীন যে হতে হবে, তা বলাই বাহুল্য। এবার দেখার ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো ‘ডাঙ্কি’ও বক্স অফিসে ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে কি না?