শিলাজিৎ সরকার: ডুরান্ডের বল গড়িয়েছে বেশ কয়েকদিন হল। মাঠে নেমে পড়েছে কলকাতার তিন প্রধানই। কিন্তু আচমকাই জট তৈরি হল 'এফ' গ্রুপে। যে গ্রুপে রয়েছে হায়দরাবাদ এফসি। সূত্রের খবর অনুযায়ী ডুরান্ডে অংশগ্রহণ করছে না তারা। সেক্ষেত্রে বিকল্প দলের নামও ভেবে রেখেছে ডুরান্ড কমিটি।
গ্রুপ 'এফ'-র প্রথম ম্যাচে শিলং লাজংয়ের মুখোমুখি হয়েছিল ত্রিভুবন আর্মি। ৫ আগস্ট ম্যাচ হায়দরাবাদ এফসির। তবে জানা যাচ্ছে, ডুরান্ডে নামবে না হায়দরাবাদ। সূত্রের খবর অনুযায়ী, তারা মূলত লক্ষ্য করছে আইএসএলের দিকে। গত বছর সবার শেষে ছিল তারা। ২২ ম্যাচে পেয়েছিল ৮ পয়েন্ট। তার মধ্যে তাদের উপর ব্যানও রয়েছে। সব মিলিয়ে খুব একটা ভালো অবস্থায় নেই হায়দরাবাদ।
[আরও পড়ুন: সহজ লক্ষ্যেও ডোবাল ব্যাটিং, টাই হল শ্রীলঙ্কার সঙ্গে ভারতের প্রথম ওয়ানডে]
তবুও ডুরান্ডের জন্য ১৫ জনের দল নথিভুক্ত করেছিল তারা। কিন্তু আপাতত যা জানা যাচ্ছে, তাতে ডুরান্ডে দেখা যাবে না তাদের। সেক্ষেত্রে বিকল্প হিসেবে উঠে আসছে ডেম্পো এফসির নাম। ২০০৬-এ ডুরান্ড চ্যাম্পিয়নও হয় গোয়ার দল। ভারতীয় ফুটবলের এক সময়ের অত্যন্ত শক্তিশালী ক্লাব কয়েক বছর ধরেই সমস্যার মধ্যে রয়েছে। তবে এবার আইলিগ ২ থেকে ইতিমধ্যেই আইলিগে প্রোমোশন ঘটেছে তাদের।
[আরও পড়ুন: সর্বস্ব দিয়েও হল না শেষরক্ষা, আরও শক্তিশালী হয়ে ফিরে আসার শপথ ‘যোদ্ধা’ নিখাতের]
যদিও ডেম্পোকে বিকল্প হিসেবে ভাবা হলেও ডুরান্ড কমিটির হাতে সময় যথেষ্ট কম। ৫ তারিখ এফসি গোয়ার বিপক্ষে আদৌ ডেম্পো নামতে পারবে কিনা সেই সংশয়ও রয়েছে। সেক্ষেত্রে কি সূচি বদলাতে হবে এই গ্রুপের জন্য? সেটা এখনও জানা যায়নি।