shono
Advertisement

আকাশে সন্ধ্যা তারা ফুটলেই উমা পাড়ি দেন নাওভাঙা নদীতে

ইতিহাসবিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের ছোট দাদুর বাড়ির পুজো৷ The post আকাশে সন্ধ্যা তারা ফুটলেই উমা পাড়ি দেন নাওভাঙা নদীতে appeared first on Sangbad Pratidin.
Posted: 07:28 PM Oct 20, 2018Updated: 07:28 PM Oct 20, 2018

সোমনাথ পাল, বনগাঁ: আকাশে সন্ধ্যা তারা দেখা গেলেই উমাকে নিয়ে যাওয়া হয় নাওভাঙা নদীতে৷ শুরু হয় দেবীকে বিসর্জন দেওয়ার তোরজোড়৷ যুগ বদলে গেলেও আজও বদলায়নি বাপ-ঠাকুরদার ফেলে আসা ৩০০ বছরে রীতিনীতি৷

Advertisement

[এবার পুজোয় আপনিও দুর্গা কিংবা অসুর, জানেন কীভাবে?]

মতিলাল বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই গৌরহরি বন্দ্যোপাধ্যায়৷ ইতিহাসবিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের ছোট দাদু৷ অবিভক্ত বাংলার যশোহর জেলার অন্তর্গত বর্তমান ভারত-বাংলাদেশ সীমান্তের বনগাঁ মহকুমার ছয়ঘড়িয়া গ্রাম৷ ওই এলাকারই জমিদার গৌরহরির হাত ধরেই বন্দ্যোপাধ্যায় বাড়িতে মা দুর্গার পুজো শুরু৷ জন্মাষ্টমী থেকে নিয়ম করে জমিদার বাড়ির ঠাকুর দালানে তৈরি হত মায়ের মৃন্ময়ী মূর্তি৷ এই বাড়িতে মায়ের একটু ভিন্নরূপ৷

[মাঝেরহাটের ক্ষত বুঝতে দিল না বেইলি ব্রিজ]

মায়ের ১০ হাতের মধ্যে দু’টি হাত সাধারণ আকৃতির হলেও বাকি আটটি হাত বিড়ালের থাবার মতো৷ সবই দৈবিক৷ স্বপ্নে পাওয়া৷ তিনশো বছর ধরে চলে আসা নিয়মের কোনও ব্যাখ্যা নেই বর্তমান বংশধরদের কাছে৷ মহালয়ার পর থেকে দশমী পর্যন্ত ঠাকুর দালানে মায়ের পুজো হয় একেবারে প্রাচীন-রীতি মেনেই৷ নবমী শেষে দশমীর ঘণ্টা পড়লেই শুরু হয় মাকে সিঁদুর দান, মিষ্টিমুখের পালা৷ কিন্তু, যতক্ষণ পর্যন্ত আকাশে সন্ধ্যাতারা দেখা না যায়, উমাকে বিসর্জন দেওয়া যাবে না৷ এ নিয়মও একেবারে গোড়া থেকে৷ বাড়ির পেছন দিকে একটু এগোলেই নাওভাঙা নদী৷ ইছামতীর উপনদী এই নাওভাঙা৷

[দশমীতে বিষাদের সুর, মাকে বরণ করে সিঁদুরখেলায় মাতল বাঙালি]

এক সময় এই নদীতে স্রোতে প্রায়ই নৌকা ভাঙতো মাঝিদের৷ তাই অচিরেই নদীর নাম হয়ে ওঠে নাওভাঙা৷ শুক্রবার বিজয়া দশমীতে আকাশে সন্ধ্যা তারা দেখেই নাওভাঙার উদ্দেশে রওনা হন উমা৷ তারপর মাকে নৌকায় তুলে সাত পাক ঘুরিয়ে দেওয়া হয় বিসর্জন৷ বাড়ির বর্তমান বংশধর বাবলু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এখন সব আত্মীয়স্বজন আসতে পারেন না, কিন্তু এখনও কেউ কেউ নিয়ম করে অর্থ ও জিনিসপত্র পাঠিয়ে দেন মায়ের পুজোর জন্য৷’’

ছবি: অরিজিৎ সাহা

The post আকাশে সন্ধ্যা তারা ফুটলেই উমা পাড়ি দেন নাওভাঙা নদীতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement