shono
Advertisement

Breaking News

Durga Puja 2023: বিষাদের দশমী! একইদিন উত্তর দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় মৃত ৩

কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।
Posted: 07:09 PM Oct 24, 2023Updated: 07:09 PM Oct 24, 2023

শংকরকুমার রায়, রায়গঞ্জ: দশমীতে পরপর দুর্ঘটনা। উত্তর দিনাজপুরের একাধিক জায়গায় পথের বলি ৩। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

Advertisement

জানা গিয়েছে, এদিন গোয়ালপোখর ২ নম্বর ব্লকের কানকি ফাঁড়ি সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে হেঁটে বাড়ি ফেরার ফিরছিলেন হরিকৃষ্ণ মাহাতো। সেই সময় পিছন দিক থেকে লরি ধাক্কা দেয় তাঁকে। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ব্যক্তি। সূত্রের খবর, করণদিঘির বেলবাড়ি এলাকার বাসিন্দা তিনি। এদিকে হেমতাবাদের হোটেলে বিরিয়ানি বানানোর কাজ সেরে বাড়ি ফেরার মুখে লরির ধাক্কায় প্রাণ হারাল এক যুবক। তাঁর নাম মহম্মদ সাবির। বয়স ২১ বছর। বাঙালবাড়ির পূর্ব গুটিনের বাসিন্দা।

[আরও পড়ুন: উৎসবের আনন্দের মাঝে চাষের জমিতে মিলল পচাগলা দেহ, মৃত্যুর কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য]

দশমীর দিন বেলা সাড়ে বারোটা নাগাদ করণদিঘির সালামপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে বৈদ্যুতিক বাতিস্তম্ভে সজোরে ধাক্কায় ঘটনাস্থলেই মাথা ফেটে মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। তাঁর নাম দ্বৈপায়ন বন্দ্যোপাধ্যায়। কলকাতার দমদম এলাকার বাসিন্দা তিনি। কলকাতা থেকে বাইক চালিয়ে শিলিগুড়ি যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে বলে খবর। ময়নাতদন্তের জন্য দেহগুলো রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃত বাইকারের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেই খবর।

[আরও পড়ুন: প্রসব যন্ত্রণায় ছটফট, ভিড় ঠেলে অন্তঃসত্ত্বাকে গন্তব্যে পৌঁছতে ‘মসিহা’ পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement