সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইছামতীতে প্রতিমা নিরঞ্জন ঘিরে অশান্তি। টাকি পূবের বাড়ির মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। কাঠগড়ায় হাসনাবাদ থানার সেকেন্ড অফিসার। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রথা মেনে ইছামতীতে প্রথমে টাকি পূবের বাড়ির প্রতিমা নিরঞ্জন হয়। এবারও সেই অনুযায়ী প্রতিমা ইছামতীর পাড়ে আনা হয়। তবে নিরঞ্জনে টাকি পূবের বাড়ির মহিলা সদস্যদের বাধা দেওয়া হয় বলেই অভিযোগ। মহিলাদের আরও অভিযোগ, বাধা না মানায় তাঁদের পুলিশ ধাক্কা দেয়। কাঠগড়ায় হাসনাবাদ থানার সেকেন্ড অফিসার তিলক সান্যাল। তাতেই ক্ষিপ্ত হন মহিলারা। উত্তেজিত হয়ে পড়েন তাঁরা। ইছামতীর পাড়ে বিক্ষোভ দেখাতে থাকেন।
[আরও পড়ুন: অতীত থেকে শিক্ষা, প্রতিমা নিরঞ্জনের সময় অঘটন এড়াতে মাল নদীতে বাড়ল নিরাপত্তা]
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি সামাল দেয়। শুরু হয় প্রতিমা নিরঞ্জনের পালা। এদিকে, দশমীতে বিসর্জনে ইছামতীতে মিলবে দুই বাংলা। তাই আঁটসাঁট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ইছামতী।
দেখুন ভিডিও: