shono
Advertisement

Durga Puja 2023: পুজোর আগে যাত্রীদের জন্য সুখবর, সপ্তাহান্তে বাড়ছে মেট্রো পরিষেবা

জেনে নিন কবে মিলবে বিশেষ মেট্রো।
Posted: 05:15 PM Sep 21, 2023Updated: 06:44 PM Sep 21, 2023

নব্যেন্দু হাজরা: আর মাস খানেক পরেই দুর্গাপুজো (Durga Puja 2023)। পুজোর আগে প্রতি বছর কেনাকাটার ভিড়ে বাজার তো বটেই, চাপ বাড়ে যানবাহনের উপরও। সময়মতো পরিবহণ না পেলে অতিরিক্ত যাত্রীর চাপে পথঘাটে বাড়তে থাকে যানজট। মেট্রোরেলেও (Metro Rail) একই ছবি। বিভিন্ন শপিং মলের নিকটবর্তী মেট্রো স্টেশনগুলিতে প্রচুর ভিড় হয়। সেসব কথা মাথায় রেখে এবছর পুজোর আগে থেকেই সপ্তাহান্তে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কলকাতা মেট্রোরেলের (Kolkata Metro Railway) তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এই সপ্তাহের শনি ও রবিবার থেকে অতিরিক্ত মেট্রো চলবে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাড়তি মেট্রো পরিষেবা। চলবে ১৫ অক্টোবর অর্থাৎ পুজোর আগের সপ্তাহান্ত পর্যন্ত। এছাড়া বিশেষ মেট্রো চলবে ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীর দিনও। ওই দিন ২৩৪ টি মেট্রো চালানো হবে বলে জানা গিয়েছে। শনিবার অর্থাৎ ২৩, ৩০ সেপ্টেম্বর এবং ৭ ও ১৪ অক্টোবর চলবে এই বিশেষ মেট্রো। রবিবার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর এবং ১, ৮, ১৫ অক্টোবরও একই পরিষেবা মিলবে। এই শনি ও রবিবারগুলিতে ২৩৪টি মেট্রোর বদলে আপ ও ডাউনে ১৪৪টি করে মোট ২৮৮ টি মেট্রো চলবে। এই দিনগুলিতে প্রথম এবং শেষ মেট্রোর সময় অবশ্য একই থাকবে। এমনই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

[আরও পড়ুন: ঠিক যেন থ্রিলার! NIA’র ওয়ান্টেড লিস্ট প্রকাশ হতেই কানাডায় ‘খুন’ খলিস্তানি]

এমনিতে সারাবছর সপ্তাহান্তে ব্যস্ত লাইনে মেট্রো সংখ্যা একটু কম থাকে। কিন্তু পুজোয় (Durga Puja 2023) কেনাকাটা, প্রস্তুতির জন্য ভিড়ের কথা মাথায় রেখে এবার পুজোর আগে থেকে শনি ও রবিবার বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে এই সুখবর জানিয়েছেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তাতে বেশ খুশি যাত্রীরা।

[আরও পড়ুন: এবার আমেরিকা, কানাডায় গিয়ে ডাক্তারি করতে পারবেন ভারতীয় চিকিৎসকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement