shono
Advertisement

Durga Puja 2023: মণ্ডপে প্রতিমা দর্শনের অতিরিক্ত ভিড়, পদপিষ্ট হয়ে মৃত ৩

মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে।
Posted: 10:16 AM Oct 24, 2023Updated: 11:08 AM Oct 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণ্ডপে প্রতিমা দর্শনের অতিরিক্ত ভিড়। আর সেই ভিড়ে পদপিষ্ট হয়ে বিপত্তি। প্রাণ গেল দুই মহিলা এবং এক শিশুর। বিহারের গোপালগঞ্জের ঘটনায় শোকের ছায়া।

Advertisement

মহানবমীর রাত সাড়ে আটটা নাগাদ বিহারের গোপালগঞ্জে রাজা ডাল পুজো মণ্ডপে অতিরিক্ত ভিড় ছিল। ভিতরে একটি শিশু প্রথমে পদপিষ্ট হয়ে যায়। শিশুকে তুলতে গিয়ে আরও দুজন পড়ে যান। প্রচণ্ড ভিড়ে দমবন্ধ হয়ে প্রাণ যায় সকলের। তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, প্রাণ হারান সকলেই।

[আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ২ জনের]

এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি সামাল দেওয়া হয়। পুলিশের দাবি, মণ্ডপে অতিরিক্ত ভিড়ের কারণে এই বিপত্তি। মণ্ডপে ভিড় সামাল দেওয়ার যথোপযুক্ত ব্যবস্থা ছিল না বলেই দাবি স্থানীয়দের। কেন পুজো উদ্যোক্তারা মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ নেয়নি উঠছে সেই প্রশ্ন।

[আরও পড়ুন: পুজোয় বেড়াতে যাওয়াই কাল! বাড়ি ফাঁকা থাকার সুযোগে লক্ষাধিক টাকা, প্রচুর গয়না লুট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement