Advertisement
রথযাত্রায় দুর্গাপুজোর ঢাকে কাঠি, দেখে নিন শহরের বিভিন্নপ্রান্তের খুঁটিপুজোর রকমারি ছবি
এস বি পার্কের খুঁটিপুজোয় হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার থেকে অভিনেত্রী অনেকেই।
এদিন সকালে প্রতিমার কাঠামো পুজো করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা এবং পুজো কমিটির অন্যান্য সদস্যরা।
পুজোর থিমের টিজারও উন্মোচন করা হয়। বনগাঁ লোকাল, পর্ব ২! ২০১৬ সালে বনগাঁ লোকাল থিমে শহরের নজর কেড়েছিল জগৎ মুখার্জি পার্ক। এবারও টিজারেই যে চমক দিল তারা, বলার অপেক্ষা রাখে না। এবারের থিম ভাবনায় শিল্পী সুবল পাল।
গত শুক্রবার টালা পার্ক ১৫ পল্লির এবছরের খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচিত হয়। ছোটদের হাতে রথ ও জগন্নাথ মূর্তি তুলে দেন মন্ত্রী শশী পাঁজা এবং অতীন ঘোষ।
Published By: Tiyasha SarkarPosted: 08:51 PM Jul 07, 2024Updated: 10:15 PM Jul 07, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ