shono
Advertisement

কৃষকদের নয়া ‘উপহার’ বিজ্ঞানীদের, আসছে ই-ট্রাক্টর, একবার চার্জ দিলে চলবে ৪ ঘণ্টা

ব্যাপারটা ঠিক কী?
Posted: 01:14 PM Sep 22, 2023Updated: 01:38 PM Sep 22, 2023

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: কৃষকদের জন্য নয়া উপহার আনছে দুর্গাপুরের CMERI-এর (Central Mechanical Engineering Research Institute) বিজ্ঞানীরা। কৃষকদের সুবিধার্থে বিদ্যুৎচালিত ট্রাক্টর তৈরি করলেন তাঁরা। এক ঘণ্টা চার্জ দিলে যা চলবে ৪ ঘণ্টা।

Advertisement

জ্বালানির দাম এখন আকাশছোঁয়া। তাই দু চাকা হোক বা চার চাকা, ব্যাটারিচালিত গাড়ির চাহিদা এখন তুঙ্গে। এবার সেই কথা মাথায় রেখেই প্রান্তিক কৃষকদের জন্য ব্যাটারিচালিত ট্রাক্টর বানালেন বিজ্ঞানীরা। যাতে লাগবে না জ্বালানি। লিথিয়াম ব্যাটারিতে চলবে এই ই-ট্রাক্টর। যাতে মাত্র ১ ঘণ্টা চার্জ দিলে চলবে প্রায় ৪ ঘণ্টা। জানা গিয়েছে, লাঙলের পাশাপাশি পণ্য বহণের কাজেও ব্যবহার করা যাবে এটি।

[আরও পড়ুন: ঋণ শোধের জন্য নিজের কিডনি বিক্রি করতে চান! জেলাশাসকের কাছে আবেদন মহিলার]

বর্তমান সময়ে এই ট্রাক্টর ব্যবহারে কৃষকরা যথেষ্ট উপকৃত হবেন বলেই মনে করছেন বিজ্ঞানীরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীবছর বাজারে আসবে এই ট্রাক্টর। যা কৃষিক্ষেত্রে অগ্রগতির নতুন দিক খুলে দেবে বলেই মনে করা হচ্ছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ইলেকট্রনিক ট্রাক্টরের ব্যাটারির আয়ু ৫ বছরের বেশি।

[আরও পড়ুন: মাধ্যমিকে পড়ুয়াদের রেজিস্ট্রেশনে ভুলের দায় নিতে হবে স্কুলকেই, জরিমানা ১ হাজার টাকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement