নন্দন দত্ত, সিউড়ি: বোলপুরে (Bolpur) বাইক বিস্ফোরণকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বাইকটি স্টার্ট দিতে গিয়েই হয় বিপত্তি। বিস্ফোরণে গুরুতর জখম বাইকআরোহী। আহতের নাম লক্ষ্মী সাহানি। এলাকায় তাঁর বিরুদ্ধে নানা দুষ্কর্মের অভিযোগ রয়েছে বলে খবর।
ঘটনাটি ঘটে রবিবার রাতে। বোলপুরের ১৮ নম্বর ওয়ার্ডের খাস পাড়া এলাকায়। সেখানকার বাসিন্দা লক্ষ্মী সাহানি। অভিযোগ, এলাকার নানা দুষ্কর্মের সঙ্গে তিনি যুক্ত। এদিন রাতে নিজের বাড়ির সামনে বাইক রেখে ভিতরে যান লক্ষ্মী। কিছুক্ষণ বাদে ফিরে এসে যখন বাইকে উঠে তাতে স্টার্ট দিতে যান তখনই জোরাল বিস্ফোরণ হয়। ছিটকে যান লক্ষ্মী সাহানি। বিস্ফোরণের তীব্রতায় বাইকটিও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
[আরও পড়ুন: সমুদ্র সৈকতে বালির উষ্ণতায় শুয়ে নুসরত, তারকার ছবি দেখে কী বললেন নেটিজেনরা?]
বিস্ফোরণের আওয়াজ শুনে ছুটে আসেন আশেপাশের মানুষজন। লক্ষ্মী সাহানির পরিবারের সদস্যরাও চলে আসেন ঘটনাস্থলে। তাঁকে উদ্ধার করে বোলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরস্থিতির গুরুত্ব বুঝে তাঁকে কলকাতায় পাঠিয়ে দেন চিকিৎসকরা। চিকিৎসকদের মতে, দুর্ঘটনায় লক্ষ্মী সাহানির পা দু’টি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা বাদ দিতে হবে।
এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে যান অতিরিক্ত জেলা পুলিশ সুপার সুরজিত দে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। স্থানীয় সূত্রে খবর, লক্ষ্মী কখনই বাইকটি ঘরের ভিতরে নিয়ে যেতেন না। তা বাইরেই রাখতেন। পুলিশের সন্দেহ, আগে থেকে পরিকল্পনা করে এই হামলা করা হয়েছে। আর এর জন্য পাথর খাদানের ডিনামাইট ব্যবহার করা হয়েছে। সেই ডিনামাইটে তার লাগানো ছিল। ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূর পর্যন্ত এই তার পাওয়া গিয়েছে। সোমবার ঘটনাস্থলে যাবে ফরেন্সিক দল। ঘটনাস্থল ঘুরে দেখবেন তাঁরা। কে বা কারা এর নেপথ্যে, তা জানার চেষ্টা করছে পুলিশ। এর কারণ জানারও চেষ্টা চলছে।