সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মড়ার উপর খাঁড়ার ঘা। একের পর এক কম্পনে বিপর্যস্ত তুরস্ক (Turkey)। সোমবার ভোররাতে ৭.৮ রিখটার স্কেলে কম্পন হওয়ার পরে দুপুরে আবার নতুন করে কেঁপে উঠল মধ্য়প্রাচ্যের দেশটি। দক্ষিণ প্রান্তে এলবিস্তান জেলায় ৭.৬ রিখটার স্কেলে কম্পন (Turkey Earthquake) হয়। দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে নতুন করে ফের কম্পনের খবর জানানো হয়। আগেরবারের মতোই ব্যাপক প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ সিরিয়াতেও। প্রথম কম্পনের জেরে ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে। জোর কদমে চলছে উদ্ধারকাজ। তার মধ্যেই বিপদ আরও বাড়িয়ে কেঁপে উঠল তুরস্ক।
সোমবার তুরস্কের স্থানীয় সময় ভোর সোয়া চারটে নাগাদ প্রথম ভূমিকম্প হয়। প্রায় ৪৫ সেকেন্ড ধরে সেই কম্পন চলে। তারপর থেকে লাগাতার আফটার শক অনুভূত হয় ক্ষতিগ্রস্ত এলাকায়। পাঁচ ঘন্টায় ২২বার মৃদু মাত্রায় কম্পন ধরা পড়ে ক্ষতিগ্রস্ত এলাকায়। তার মধ্যেই পুরোদমে উদ্ধারকাজে নেমে পড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
[আরও পড়ুন: তুরস্কের ভূমিকম্পে মৃতের সংখ্যা ১২০০ পার, ত্রাণ ও প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত]
৯ ঘন্টার মাথায় ফের বড়সড় ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণ প্রান্ত। সোমবার দুপুরের দিকে ৭.৬ রিখটার স্কেলে কম্পন হয়। এলবিস্তান জেলায় এই কম্পনের উৎসস্থল। মাটি থেকে মাত্র ২ কিলোমিটার গভীরে কম্পন তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। ফলে এক ধাক্কায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যাবে।
ইতিমধ্যেই তুরস্কের পাশে দাঁড়াতে বিশাল দল পাঠানোর ঘোষণা করেছে ভারত। বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১০০ সদস্যের দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। চিকিৎসক, উদ্ধারকারী কুকুর-সহ বিশাল দলকে যত দ্রুত সম্ভব তুরস্কে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বিপুল পরিমাণ ত্রাণও পাঠানো হবে তুরস্কে। ভূমিকম্পের খবর পেয়েই জরুরি বৈঠকে বসে প্রধানমন্ত্রীর দপ্তর। তুরস্ককে সর্বতোভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।