shono
Advertisement

ভূমিকম্প এবার শোনাও যাবে আর দেখাও!

বিজ্ঞানীদের মতে এই আবিষ্কার পৃথিবীর ভূ-তাত্ত্বিক পরিবর্তনগুলিকেও সহজেই চিহ্নিত করতে পারবে৷ The post ভূমিকম্প এবার শোনাও যাবে আর দেখাও! appeared first on Sangbad Pratidin.
Posted: 01:41 AM Oct 03, 2016Updated: 08:11 PM Oct 02, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূমিকম্প এবার শোনাও যাবে, আর দেখাও৷ এমনই দাবি করছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা৷ ভূমিকম্প সংক্রান্ত সচেতনতা বাড়াতেই এই নতুন পদক্ষেপ নিতে চলেছেন এই বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা৷

Advertisement

ভূমিকম্পের ফলে যে ‘সিসমিক তরঙ্গ’ তৈরি হয় সেই তরঙ্গকেই শব্দ ও চিত্রে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা৷ তাঁদের মতে, এই সিসমিক তরঙ্গ শুধু ভূমিকম্প নয়, জানান দেবে পৃথিবীর আরও অনেক তথ্য৷

এই নতুন প্রোজেক্টের ফলে এবার ভূমিকম্প শুধু অনুভব করা যাবে এমনটা নয় তা পৃথিবীর যে কোন প্রান্তে বসে শোনা ও দেখা যাবে৷

যদিও এই বিশেষজ্ঞ দলের এক আধিকারিক বলছেন ‘সিসমিক তরঙ্গ’ থেকে এর আগেও শব্দ তৈরি হয়েছে৷ ‘সিসমো ডোম’ প্রোজেক্টের মাধ্যমে যে শব্দ তরঙ্গ তৈরি হয়েছিল তাকেই এই বিশেষজ্ঞ দল কম্পিউটার কোডের মাধ্যমে লিখিত রূপ দিচ্ছেন৷ যদিও শব্দ তরঙ্গের লিখিত রূপ দিয়েছিলেন একজন পদার্থবিদ, তাঁরই দেখানো পথ অনুসরণ করেই এই যুগান্তকারী আবিষ্কার করলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই বিশেষজ্ঞদল৷

এই আবিষ্কারের ফলে ভূমিকম্পের ‘আফটার শক’-এর ক্ষয়ক্ষতি বেশ খানিকটা এড়ানো যাবে বলেই দাবি তাঁদের৷ এছাড়াও স্থান এবং সময় সাপেক্ষে ভূমিকম্পের তীব্রতার স্পষ্ট ধারণা পাওয়া যাবে৷ আর ‘টেকটনিক প্লেট’ এর অবস্থান  বুঝতেও সাহায্য করবে এই নতুন প্রোজেক্ট৷

বিজ্ঞানীদের মতে এই আবিষ্কার পৃথিবীর ভূ-তাত্ত্বিক পরিবর্তনগুলিকেও সহজেই চিহ্নিত করতে পারবে৷ ফলে বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে সহজেই৷

The post ভূমিকম্প এবার শোনাও যাবে আর দেখাও! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement