ইস্টবেঙ্গল: ২ (জেসিন, আমন)
এরিয়ান: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গল (East Bengal) যেন অশ্বমেধের ঘোড়া। কি ডুরান্ড কাপ, কি কলকাতা লিগ। লাল-হলুদের রথ যেন কেউ থামাতেই পারছে না। কলকাতা লিগে (Calcutta Football League) এই মরশুমে দুর্দান্ত ফর্মে ছিল এরিয়ান। কিন্তু তারাও লাল-হলুদের বিজয়রথ থামাতে পারল না।
শনিবার নৈহাটি স্টেডিয়ামে নিজেদের এক উঠোনের পড়শি এরিয়ানের বিরুদ্ধে ২-০ গোলের সহজ জয় পেল ইস্টবেঙ্গল। লাল-হলুদের দুটি গোলই এল প্রথমার্ধের ইনজুরি টাইমে। আর দুটি গোলই অনবদ্য। প্রথম গোলটি যেমন ডি বক্সের বাইরে থেকে জোরাল শটে করলেন জেসিন টিকে। মিনিট তিনেকের মধ্যেই ফের গোল পায় লাল-হলুদ শিবির। এবারে দুর্দান্ত গোল করলেন আমন সিং। এরিয়ান সেভাবে বেগ দিতে পারল না লাল-হলুদকে।
[আরও পড়ুন: ‘একটু কমিয়ে দিতে বলুন না’, মহিলার আবেদনে অবাক ফিরহাদ]
অথচ, লিগে ইস্টবেঙ্গলের জন্য এই ম্যাচটিকে বেশ কঠিন ম্যাচ হিসাবেই ভাবা হচ্ছিল। এমনিতেই এরিয়ান (Aryan Club) এ বছর দুরন্ত ছন্দে। তার উপর আবার চোটাঘাত সংক্রান্ত সমস্যায় জর্জরিত ছিল বিনো জর্জের রিজার্ভ দল। বাধ্য হয়ে লাল-হলুদের মূল দলের ৭ ফুটবলারকে এদিনের প্রথম একাদশে নামিয়ে দেন বিনো। সম্ভবত সেকারণেই এরিয়ান কার্যত পাত্তা পেল না ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ম্যাচ প্রায় ৭০ শতাংশ বল দখলে রাখলেন বিনো জর্জের ছেলেরা। ইস্টবেঙ্গল গোলে শট নিয়েছে ৮টি।
[আরও পড়ুন: লোকসভা নির্বাচনের আগেই কমবে পেট্রল-ডিজেলের দাম? জবাব দিলেন মন্ত্রী]
এই জয়ের ফলে ১০ ম্যাচে ইস্টবেঙ্গল পৌঁছে গেল ২৪ পয়েন্টে। আরিয়ান ৯ ম্যাচে ১৮ পয়েন্টে রইল। এই জয়ের ফলে লিগ চ্যাম্পিয়নশিপ রাউন্ডে কার্যত নিশ্চিতই হয়ে গেল লাল-হলুদ শিবির।