shono
Advertisement

Breaking News

চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

গোলকিপারের ভুলই কাল হল মোহনবাগানের। The post চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল appeared first on Sangbad Pratidin.
Posted: 05:04 PM Jul 19, 2018Updated: 05:34 PM Jul 19, 2018

ইস্টবেঙ্গল – ১ (দীপ সাহা)

Advertisement

মোহনবাগান- ১ (সৌরভ দাস)

টাইব্রেকারে ৪-২ ফলে জয়ী ইস্টবেঙ্গল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারাসাত স্টেডিয়ামে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে ৬ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল লাল-হলুদ শিবির। টাইব্রেকারে স্নায়ূর চাপ সামলে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দিল ইস্টবেঙ্গল। নিয়মিত গোলরক্ষক আসাঞ্জা ডায়ামেরির একটি ভুলই কাল হল মোহনবাগানের জন্য। ১ গোলে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না মোহনবাগানের।

[সেপ্টেম্বরেই ভোট মোহনবাগানে, আদালতের নির্দেশে অচলাবস্থা কাটার ইঙ্গিত]

ম্যাচের আগে অনেকেই মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখছিলেন । কারণ শিল্ডের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিল ইস্টবেঙ্গল। নিজেদের শেষ চার ম্যাচে ১৭ টি গোল করেছিল লাল-হলুদ শিবির। গোল হজম করতে হয়েছিল মাত্র ২টি। মোহনবাগানও অবশ্য ভাল ফুটবল খেলেই ফাইনালে উঠেছিল তবে, ইস্টবেঙ্গলের তুলনায় ফর্মের বিচারে কিছুটা হলেও পিছিয়ে ছিল সবুজ-মেরুন শিবির। শুধু ফর্মের বিচারে নয় সাম্প্রতিক পরিসংখ্যানেও মোহনবাগানের থেকে এগিয়েই ছিল লাল-হলুদ শিবির । কারণ জুনিয়ার আইলিগে দু’দলের শেষ ১২টি সাক্ষাতের মধ্যে ৫টিতে জিতেছিল ইস্টবেঙ্গল। মোহনবাগান জিতেছিল মাত্র ৩টিতে, ড্র হয়েছিল ৪টি। অর্থাৎ, ফর্ম পরিসংখ্যান সবকিছুই সঙ্গে ছিল লাল-হলুদের। প্রত্যাশামতো খেলা না দেখাতে পারলেও এদিন যোগ্য দল হিসেবেই জয় তুলে নিল ইস্টবেঙ্গল।

[ধোনি কি অবসর নিচ্ছেন? এবার এই বিতর্কে মুখ খুললেন কোচ শাস্ত্রী]

চাপের মুখে মোহনবাগানের গোলরক্ষক ডায়ামেরি ভুল না করে ফেললে নির্ধারিত সময়েই ম্যাচ জিতে নিতে পারত মোহনবাগান। কারণ দ্বিতীয়ার্ধের শুরুতেই দুর্দান্ত গোল করে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন সৌরভ দাস। ডান দিক থেকে আসা একটি থ্রো-ইন থেকে দুর্দান্ত দক্ষতায় গোল করেন মোহনবাগানের অন্যতম সেরা স্ট্রাইকার সৌরভ। এরপর কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলা শুরু ইস্টবেঙ্গল। একটা সময় মনে হচ্ছিল রক্ষণাত্মক ফুটবল খেলেই শিল্ড পকেটে পুরে নেবে শতাব্দীপ্রাচীন ক্লাবটি। কিন্তু ম্যাচের ৮৪ মিনিটে একটি বিশ্রী ভুল করে বসেন মোহনবাগান গোলকিপার ডায়ামেরি। দীপ সাহার দুর্বল লং রেঞ্জ শট সেভ করতে পারলেন না ডায়ামেরি। তাঁর ভুলের জেরেই সমতা ফেরালো ইস্টবেঙ্গল। নির্ধারিত সময়ে আর কোনও গোল হয়নি। অতিরিক্ত সময়েও গোল করতে পারেনি কোনও দল। শেষ পর্যন্ত পেনাল্টিতে গড়ায় খেলা। পেনাল্টি শুটআউটে গোল মিস করেন দু’জন সবুজ-মেরুন ফুটবলার। স্নায়ূর চাপ সামলে  ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় ইস্টবেঙ্গল। জয়ের ফলে ২০১২ সালের পর ফের আইএফএ শিল্ড জিতল ইস্টবেঙ্গল।

The post চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement