শিলাজিৎ সরকার: মোহনবাগানের পর কলকাতা লিগে স্থগিত হয়ে গেল ইস্টবেঙ্গলের ম্যাচও। মঙ্গলবার কলকাতা লিগে মোহনবাগানের ম্যাচ-সহ মোট তিনটি ম্যাচ পিছিয়ে দেওয়া হয়। বুধবার ছিল ইস্টবেঙ্গল বনাম ক্যালকাটা পুলিশের ম্যাচ। কিন্তু মঙ্গলবার আইএফএর তরফে জানিয়ে দেওয়া হয়, নির্দিষ্ট সময়সূচি মেনে ম্যাচ খেলা হবে না বুধবার।
কলকাতা লিগের সূচি অনুযায়ী, বুধবার দুটি ম্যাচ ছিল। দুপুর দুটো থেকে ছিল ইস্টবেঙ্গল বনাম ক্যালকাটা পুলিশ এফসির ম্যাচ। অন্যদিকে কালীঘাটের বিরুদ্ধে নামার কথা ছিল কাস্টমসের। এছাড়াও গত ২২ আগস্ট বৃষ্টিতে ভেস্তে গিয়েছি মহামেডান-সুরুচি সংঘের ম্যাচের দ্বিতীয়ার্ধ। সেই ম্যাচের বাকি থাকা ৪৫ মিনিটও বুধবার খেলার কথা ছিল।
[আরও পড়ুন: লখনউতেই থাকছেন রাহুল! কলকাতায় সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বৈঠক তারকা ক্রিকেটারের]
কিন্তু তিনটি ম্যাচের আগের দিন জানিয়ে দেওয়া হয়, বেশ কিছু টেকনিক্যাল কারণে বুধবারের ম্যাচগুলো পিছিয়ে দেওয়া হচ্ছে। আইএফএর তরফে চিঠি দেওয়া হয় ছয় ক্লাবকে। তবে বুধবারের ম্যাচগুলো কবে আয়োজন করা হবে, সেই নিয়ে এখনও কোনও বিস্তারিত তথ্য মেলেনি।
উল্লেখ্য, মঙ্গলবারের তিনটি ম্যাচও পিছিয়ে দেওয়া হয় কলকাতা লিগে। ম্যাচ পিছনোর কারণ হিসাবে আইএফএর তরফে বলা হয়, পয়েন্ট টেবিলে নিচের দিকে থাকা দলগুলো যেন লিগে টিকে থাকার সমান সুযোগ পায় সেই জন্যই পিছিয়ে দেওয়া হয়েছে তিন দলের ম্যাচ। আইএফএর বিবৃতিতে বলা হয়, পুলিশ এসি, রেলওয়ে এফসি এবং ইস্টার্ন রেলওয়ে এসসি এই তিন দল মোটামুটি সমান পয়েন্টে আছে। তাই লিগে বাকি থাকা ম্যাচগুলো এই তিন দল একইদিনে একই সময়ে খেলবে। তবে সেই ম্যাচগুলোর জন্য বিকল্প সময়সূচী এখনও প্রকাশ করেনি আইএফএ।