সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে দু’দিন পরই কলকাতা লিগের মহারণ৷ আর তার আগে সরগরম ময়দানের দুই চিরপ্রতিদ্বন্দ্বী৷ তবে এবার শুধু মাঠের লড়াইয়ের জন্যই নয়, মাঠের বাইরের লড়াইতেও ফুঁসছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান৷
দু’দিন আগেই দীপেন কর্মকার নামে এক ইস্টবেঙ্গল সমর্থকের বিরুদ্ধে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে এফআইআর করেছিলেন বাগান কর্তারা৷ সোশ্যাল মিডিয়ায় মোহনবাগান কর্তাদের কটুক্তি করার পাশাপাশি বুধবারের ডার্বিতে ১৯৮০ সালের ১৬ আগস্টের স্মৃতি ফিরিয়ে আনার হুমকিও দিয়েছিল ওই সমর্থক৷ অর্থাৎ স্পষ্টতই মৃত্যুর হুমকি দেয় সে৷ সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার রাতে নৈহাটির বিজয়নগরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় ওই লাল-হলুদ সমর্থককে৷ কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) বিশাল গর্গ এ খবর নিশ্চিত করেন৷
একজন ফুটবল প্রেমীর এমন মন্তব্যের বিরুদ্ধে সুর চড়িয়েছেন দুই ক্লাবের সমর্থকরাই৷ সোশ্যাল মিডিয়ায় দুই ক্লাবের ভক্তরা দীপেনের মন্তব্যকে ধিক্কার জানিয়ে লিখেছেন, এরা কোনওভাবেই ফুটবলপ্রেমী নয়৷ এদের মতো কিছু ব্যক্তির জন্যই ফুটবল কলঙ্কিত হয়৷
ঘটি-বাঙালের ঝামেলা তো চিরকালীন৷ তা নিয়ে দুই ক্লাব সমর্থকদের মধ্যে খুল্লামখুল্লা অনেক কথা কাটাকাটিও হয়৷ সামনেই ডার্বি৷ তবে এই ঘটনার পর হয়তো ফেসবুক, টুইটারে বেফাঁস মন্তব্য করার আগে সমর্থকরা দু’বার ভাববেন৷
The post বাগানের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ইস্টবেঙ্গল সমর্থক appeared first on Sangbad Pratidin.