shono
Advertisement

জুনিয়র ডার্বির দিনই লড়াই দাদাদের, চার্চিল বধের ছক কষে ফেলেছেন ইস্টবেঙ্গল কোচ

বোরহাকে বাদ দিয়ে সব বিদেশিকে রেখেছেন আলেজান্দ্রো। The post জুনিয়র ডার্বির দিনই লড়াই দাদাদের, চার্চিল বধের ছক কষে ফেলেছেন ইস্টবেঙ্গল কোচ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:07 PM Jan 04, 2020Updated: 12:21 PM Jan 04, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের জুনিয়র ডার্বি নিয়ে ময়দানে উত্তেজনার পারদ চড়েছে। আর সেদিনই দাদাদের লড়াই চার্চিলের বিরুদ্ধে। ঠিক সময়ে ভেন্যুতে পৌঁছতে এবার সমস্যা হয়নি দলের। তাই যথেষ্ট বিশ্রাম নিয়ে শনিবার চার্চিলের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। শুক্রবার সকালে কলকাতায় ‘ক্লোজ ডোর প্র‌্যাকটিস করে গোয়া উড়ে গিয়েছে দল। উইলিস প্লাজাদের বিরুদ্ধে কি ছকে খেলবেন তা ঠিক করার জন্যই ‘ক্লোজ ডোর প্র‌্যাকটিস’ করেন কোচ আলেজান্দ্রো। বিকেলে গোয়ায় সাংবাদিক সম্মেলনে কোচ বলেন, “শনিবার আই লিগের বড় ম্যাচ হতে যাচ্ছে। ম্যাচটা জিততে সবরকম পরিকল্পনা নিয়ে গোয়া এসেছি।’’

Advertisement

দাদু-দিদিমার অ্যাক্সিডেন্টের জন্য কলকাতায় প্র‌্যাকটিসে যোগ দিতে না পারলেও গোয়ায় দলের সঙ্গে যোগ দিয়ে আলেজান্দ্রোর সঙ্গে সাংবাদিক সম্মেলনে ছিলেন রোনাল্ডো। এখন লিগ টেবিলে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। আলেজান্দ্রোর ধারণা, এবার আই লিগের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। বলছিলেন, “আগের ম্যাচ যে স্পিরিট নিয়ে খেলেছি, আশা করছি শনিবার আমাদের একইরকম খেলতে দেখা যাবে। তিন পয়েন্ট ছাড়া অন্য কিছু ভাবছি না।”

[আরও পড়ুন: প্রথম বাঙালি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করার নজির গড়লেন এই মিডিও]

ইন্ডিয়ান অ্যারোজের কাছে আগের ম্যাচে হেরেছে আই লিগের শক্তিশালী দল চার্চিল ব্রাদার্স। সেই প্রসঙ্গ উঠতে ইস্টবেঙ্গল কোচ বলেন, “আমাদের জন্য চার্চিল ম্যাচ এই জন্যই বেশি কঠিন হয়ে গিয়েছে। শেষ ম্যাচে ওরা হেরেছে মানে আমাদের বিরুদ্ধে সর্ব শক্তি দিয়ে ঝাঁপাবে। সেই কারণে চার্চিল ম্যাচকে অন্যতম কঠিন বলে মনে করছি। লিগ টেবিলের শীর্ষে থাকাকে গুরুত্ব দিচ্ছি না। লিগের অনেক ম্যাচ বাকি। তাই এই মুহূর্তে লিগ টেবিলের কোথায় থাকলাম, সেটা গুরুত্বপূর্ণ নয়। সবথেকে বড় কথা, শনিবার ম্যাচটা কীভাবে খেলছি। সুন্দর পরিবেশে ম্যাচ জিতে দারুণ ফুটবল উপহার দিতে চাই আমরা।’’

কলকাতায় ক্লোজ ডোর প্র‌্যাকটিসে প্রথম একাদশ ঠিক করে ফেলেছেন ইস্টবেঙ্গল কোচ। যে দলে বোরহাকে বাদ দিয়ে সব বিদেশিকে রেখেছেন। চোটের জন্য সামাদের জায়গায় অভিষেককে রেখেছেন। অসুস্থ পিন্টুর জায়গায় খেলবেন অভিজিৎ। ইস্টবেঙ্গল প্র‌্যাকটিসে চার্চিলের প্লাজাকে ভেবে ডামি রান হল। তবে প্লাজাকে ম্যান মার্কিং না করিয়ে আলেজান্দ্রো ফুটবলারদের বলেছেন, প্লাজা যে ফুটবলারের জোনে যাবেন, তিনি আটকাবেন।

[আরও পড়ুন: বারো দিনে ৬০০ কিলোমিটার ট্রেল-রানিং, বাঙালি পর্বতারোহীকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ]

The post জুনিয়র ডার্বির দিনই লড়াই দাদাদের, চার্চিল বধের ছক কষে ফেলেছেন ইস্টবেঙ্গল কোচ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement