ইস্টবেঙ্গল: ২ (ক্রেসপো-পেনাল্টি, সিভেরিও)
বাংলাদেশ আর্মি: ২ (শাহরিয়র ইমন, মিরাজ)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পরে প্রথম ম্যাচেই আটকে গেলেন কার্লোস কুয়াদ্রাত। ডুরান্ড কাপে (Durand Cup) নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ আর্মির সঙ্গে ড্র করল লাল হলুদ ব্রিগেড। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল দেয় ইস্টবেঙ্গল। যদিও দ্বিতীয়ার্ধে একাধিকবার গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি মহেশ, সিভেরিওরা। ৬৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান ডিফেন্ডার নিশু কুমার। একেবারে শেষ মুহূর্তে এসে পরপর দুই গোল দেয় বাংলাদেশ আর্মি। ২-২ ফলে ম্যাচ ড্র করে টুর্নামেন্ট শুরু লাল হলুদ ব্রিগেডের।
পুরো শক্তির দল নিয়েই ডুরান্ড কাপ খেলার কথা জানিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। যদিও গত মরশুমে দলের সর্বোচ্চ গোলদাতা ক্লেটন সিলভাকে ছাড়াই রবিবারের ম্যাচে খেলতে নামে ইস্টবেঙ্গল। তবে প্রথম থেকেই মাঠে ছিলেন দলের নতুন সদস্য সল ক্রেসপো, জেভিয়ার সিভেরিওরা। অন্যদিকে, আগের ম্যাচেই মোহনবাগানের কাছে পাঁচ গোল খেয়েছিল বাংলাদেশ আর্মি। রবিবারের ম্যাচেও সেভাবে দাপট দেখাতে পারেনি তারা। কিন্তু শেষের দিকে দশজন হয়ে যাওয়া ইস্টবেঙ্গলকে কুপোকাত করে দিল বাংলাদেশ আর্মি।
[আরও পড়ুন: ‘না নিজেরা করবে, না অন্যদের করতে দেবে’, রেলের অনুষ্ঠান থেকে বিরোধীদের তীব্র কটাক্ষ মোদির]
রবিবারের ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ইস্টবেঙ্গলের। প্রথমার্ধে একের পর এক আক্রমণে ঝড় তোলেন মহেশ সিংরা। পাঁচ মিনিটের মাথায় ক্রেসপোর প্রথম গোল বাতিল হয় হ্যান্ডবলের কারণে। তারপর থেকে দাপট দেখালেও গোল করতে পারেনি লাল হলুদ ব্রিগেড। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন ক্রেসপো। প্রথমার্ধের সংযুক্ত সময়ে গোল করেন সিভেরিও।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পার্থক্য আরও বাড়াতে চেষ্টা করে ইস্টবেঙ্গল। কিন্তু বারবার সুযোগ পেলেও গোল আসেনি। তারমধ্যেই ৬৭ মিনিটে নিশু কুমার লাল কার্ড দেখার পর থেকেই কার্যত দিশেহারা হয়ে পড়ল ইস্টবেঙ্গল। ৮৮ মিনিটে লাল হলুদের খারাপ পাস থেকে প্রথম গোল করেন বাংলাদেশ আর্মির শাহরিয়র। ম্যাচের একেবারে শেষ মিনিটে অভিজ্ঞ খাবরার মিসপাস থেকে মিরাজের গোলে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ আর্মি। ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেকে এক পয়েন্ট আর একরাশ হতাশা নিয়ে ফিরল ইস্টবেঙ্গল।