ইস্টবেঙ্গল-৩ এয়ারফোর্স-১
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপের শুরুটা ভালোই করল কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল। শুরুতে গোল হজম করলেও দিনান্তে লাল-হলুদ ব্রিগেডই মশাল জ্বালল যুবভারতীতে।
ডুরান্ড কাপে গতবার রানার্স হয়েছিল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে হার মেনেছিল লাল-হলুদ শিবির। এবারের দলগঠন আগেরবারের থেকে শক্তিশালী হয়েছে। দলে আনা হয়েছে আইএসএলে গতবারের সেরা গোলদাতা দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে। এসেছেন অ্যাসিস্ট মাস্টার মাদিহ তালাল। ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই ফিরে এল কার্লেস কুয়াদ্রাতের মুষ্টিবদ্ধ হাতে উদযাপন।
[আরও পড়ুন: ‘জুমলা’ তোপ বিজেপি মন্ত্রীকে, অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পর ভাইরাল মনুর পুরনো টুইট]
অথচ খেলার ১৯ মিনিটে এয়ারফোর্সের নাওরেম ইস্টবেঙ্গল রক্ষণের পরীক্ষা নিয়ে এগিয়ে দেন দলকে। গোল হজম করার পর লাল-হলুদ সমর্থকরা হতবাক হয়ে যান। কিন্তু ম্যাচ যথ এগোতে থাকে ইস্টবেঙ্গলের আক্রমণ ততই বাড়তে থাকে। বিরতির ঠিক আগে মাদিহ তালালের দুর্দান্ত পাস থেকে ডেভিড সমতা ফেরান। তার আগে গোল করার মতো পরিস্থিতি তৈরি করলেও গোল করতে পারেননি ডেভিড। এই ডেভিডই গতবার মহামেডান স্পোর্টিংয়ের হয়ে প্রচুর গোল করেন। ডুরান্ডে স্কোরলাইনে নাম তুললেন তিনি।
দ্বিতীয়ার্ধে দিমিত্রিয়স নামেন। নেমেই গোল পান পান গ্রিসের এই ফুটবলার। দুর্দান্ত হেডে ২-১ করেন তিনি। এখানেই শেষ নয়, ৬৭ মিনিটে দিমিত্রিয়স ও ক্রেসপোর যুগলবন্দি এয়ারফোর্সের ডিফেন্স নিয়ে ছেলেখেলা করে ৩-১ করেন। লাল-হলুদের হয়ে গোলটি করেন ক্রেসপো। এবারের ইস্টবেঙ্গল দলে মশলা রয়েছে। শুরুটা আশা জাগিয়ে করল কুয়াদ্রাতের দল।