সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি উচ্চমাধ্যমিক পাশ? সরকারি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, রাজ্যের দু’টি জেলা – পূর্ব বর্ধমান এবং শিলিগুড়িতে প্যারা মেডিক্যাল স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। শিলিগুড়ির শূন্যপদগুলিতে আবেদনের শেষ দিন আগামী ১৪ জুন। পূর্ব বর্ধমানের আবেদনকারীরা আগামী ১৫ জুনের মধ্যে আবেদন করতে পারেন।
শিলিগুড়িতে মোট ৪৮টি শূন্যপদ। চলুন দেখে নেওয়া যাক কোন বিভাগে কত শূন্যপদ।
মেডিক্যাল অফিসার: ৫
স্টাফ নার্স: ১৭
অ্যাকাউন্ট্যান্ট: ১
মেডিক্যাল অফিসার: ১
জিএনএম: ১
ল্যাব টেকনিশিয়ান: ২
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট/সাইকোলজিস্ট: ১
মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার: ৪
প্যারা মেডিক্যাল ওয়ার্কার: ১
পিয়ার সাপোর্ট: ১
এসআরসি ল্যাব টেকনিশিয়ান: ১
ওএসটি মেডিক্যাল অফিসার: ১
আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান: ৮
ল্যাব টেকনিশিয়ান (ব্লাড ব্যাংক): ২
ল্যাবরেটরি টেকনিশিয়ান: ১
ডিস্ট্রিক্ট পিপিএম কোঅর্ডিনেটর: ১
আবেদনের পদ্ধতি:
https://darjeeling.gov.in/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। এরপর ওই স্ক্যানড কপি recruitmenthealthsmp1@gmail.com এই ই-মেল আইডিতে পাঠাতে হবে।
[আরও পড়ুন: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় বিপুল কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণি পাশেরাও করতে পারবেন আবেদন]
আবেদনের শেষ দিন:
আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ জুনের মধ্যে আবেদন করতে হবে।
পূর্ব বর্ধমানে প্যারা মেডিক্যাল স্টাফ, লিগ্যাল কাম প্রোবেশন অফিসার, আউট্রেচ ওয়ার্কার বিভাগে কর্মী নিয়োগ করা হবে।
আবেদনের পদ্ধতি
প্যারা মেডিক্যাল স্টাফ:
- উচ্চমাধ্যমিক পাশ এবং নার্সিং/ফার্মাসিতে ডিপ্লোমা করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- আবেদনকারীর অবশ্যই ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা শূন্যপদে আবেদন করতে পারেন।
লিগ্যাল কাম প্রোবেশন অফিসার:
- আইনে স্নাতক এবং কম্পিউটারে জ্ঞান থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- ন্যূনতম ৩ বছর শিশুকল্যাণমূলক কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সিরা শূন্যপদে আবেদন করতে পারেন।
- আউট্রেচ ওয়ার্কার:
- মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
- ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
আবেদনের পদ্ধতি:
https://purbabardhaman.nic.in/ এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তরে ড্রপ বক্সে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ দিন:
আগ্রহী প্রার্থী আগামী ১৫ জুনের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://purbabardhaman.nic.in/ এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।