shono
Advertisement

কোলাঘাটে সমবায় সমিতির নির্বাচনে বড় জয় বাম-কংগ্রেসের, পর্যুদস্ত তৃণমূল-বিজেপি

পঞ্চায়েত ভোটের আগে আশা দেখছে জোট নেতৃত্ব।
Posted: 08:14 PM Nov 01, 2022Updated: 08:28 PM Nov 01, 2022

সৈকত মাইতি, তমলুক: পঞ্চায়েত ভোটের আগে পূর্ব মেদিনীপুরে আশার আলো বাম-কংগ্রেসের (Congress) জন্য। কোলাঘাটের সাগরবাড় সমবায় সমিতির নির্বাচনে বড়সড় জয় পেল বাম-কংগ্রেস প্রগতিশীল জোট। মোট ৪৩ আসনের মধ্যে ৩৭টি গিয়েছে বাম-কংগ্রেস জোটের দখলে। তৃণমূল জিতেছে ৪টি এবং একটি আসনে টিমটিম করে জ্বলছে বিজেপি।

Advertisement

২০১৭ সালে কোলাঘাট ব্লকের সাগরবাড় সমবায় নির্বাচনে ৪০টি আসনের মধ্যে ৪০টি আসনেই জয়লাভ করেছিল বাম- কংগ্রেস প্রগতিশীল জোট। তার ৫ বছর পর পুনরায় কোলাঘাট ব্লকের সমবায় নির্বাচন হয়। আসন সংখ্যা ছিল ৪৩টি। ৪৩ আসনের মধ্যে বাম (Left Front)-কংগ্ৰেস প্রগতিশীল জোট ৪৩ আসনেই প্রার্থী দিয়েছিল। শাসকদল তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছিল ১৭টি আসনে। আর বিজেপি লড়েছিল ২৮ আসনে।

[আরও পড়ুন: কর্ণাটক পুর নিগম নির্বাচনে বড় সাফল্য, বিজয়াপুরায় ৩৫টির মধ্যে ১৭টি আসনে জয়ী বিজেপি]

ফলাফল ঘোষণার পর দেখা যাচ্ছে, মোট ৪৩টি আসনের মধ্যে বাম-কংগ্রেস প্রগতিশীল মোর্চা পায় ৩৮টি আসন। তৃণমূল কংগ্রেস (TMC) পায় ৪টি আসন। এই প্রথমবার কোলাঘাটের এই সমবায়ে খাতা খুললেও উল্লেখযোগ্য কিছু করতে উঠতে পারেনি বিজেপি। অর্থাৎ পরপর দুই নির্বাচনে বাম-কংগ্রেস জোট এই সমবায় দখলে রাখল। এ প্রসঙ্গে বাম-কংগ্রেস প্রগতিশীল জোটের নেতৃত্বে থাকা সুরজিৎ মাইতি (Surojit Maity) বলেন,”আগামী দিনে সমবায়কে আমরা প্রগতিশীল জোট আরও ভালো করে বিভিন্ন কাজে সাহায্য করে এগিয়ে নিয়ে যাব। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আমরা এই জোটকে অক্ষুন্ন রেখে এগব।”

[আরও পড়ুন: ‘ভারত জোড়ো’য় রাহুলের পাশে এখনও নিশ্চিত নন পাওয়ার-উদ্ধব, চিন্তায় কংগ্রেস]

বস্তুত পঞ্চায়েত নির্বাচনের আগে সমবায় নির্বাচনে বাম-কংগ্রেসের এই জয় শুধু পূর্ব মেদিনীপুর নয়, গোটা রাজ্যেই বাম-কংগ্রেস কর্মীদের উৎসাহ দেবে বলে আশাবাদী নেতৃত্ব। তবে সামান্য একটি সমবায় সমিতির নির্বাচনে আদতে গোটা রাজ্যের নিরিখে কতটা তাৎপর্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও বাম-কংগ্রেস শিবিরের দাবি, রাজ্যে তাদের জনসমর্থন বাড়ছে। তৃণমূলের প্রধান বিকল্প হিসাবে তারাই উঠে আসছে। সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি তারই প্রমাণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার