shono
Advertisement

জর্জ টেলিগ্রাফকে হারিয়ে শীর্ষেই ইস্টবেঙ্গল

এই ম্যাচে জয়ের পর ৭ ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানেই রইল ইস্টবেঙ্গল৷ The post জর্জ টেলিগ্রাফকে হারিয়ে শীর্ষেই ইস্টবেঙ্গল appeared first on Sangbad Pratidin.
Posted: 02:31 AM Sep 02, 2016Updated: 09:23 PM Sep 01, 2016

 সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়ের ধারা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল৷ বৃহস্পতিবার কলকাতা লিগের ম্যাচে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল ও জর্জ টেলিগ্রাফ৷ প্রথমার্ধে নজর কাড়তে পারেনি৷লিগ টেবিলে পিছিয়ে থাকা জর্জ টেলিগ্রাফও মরিয়া লড়াই করে প্রথমার্ধে কোন গোল পায়নি৷

Advertisement

দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবারও আক্রমণে যায় ইস্টবেঙ্গল৷ এবার কোন সুযোগ হাতছাড়া না করেই ডু ডংয়ের শটে ৭৪ মিনিটে গোল পেয়ে যায় লাল-হলুদ৷ এরপর রাহুল একটি হেড করলেও বল বারে লেগে ফিরে আসে৷ খেলা শেষের পর ফলাফল  ১-০৷বারাসাত থেকে ৩ পয়েন্ট নিয়েই ফিরল লাল-হলুদ৷ এই ম্যাচে জয়ের পর ৭ ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানেই রইল ইস্টবেঙ্গল৷

The post জর্জ টেলিগ্রাফকে হারিয়ে শীর্ষেই ইস্টবেঙ্গল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement