shono
Advertisement

আজ থেকে তিনদিন বন্ধ ব্যান্ডেল স্টেশনে ট্রেন চলাচল, বিকল্প ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেল

জেনে নিন বিশেষ ট্রেনের সময়সূচি।
Posted: 02:09 PM May 27, 2022Updated: 05:37 PM May 27, 2022

সুব্রত বিশ্বাস: আজ থেকে আগামী তিনদিনের জন্য বন্ধ রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যান্ডেল (Bandel) স্টেশন। হুগলি থেকে পার্শ্ববর্তী একাধিক জেলায় যাতায়াতের জন্য এই স্টেশনই সর্বাধিক ব্যবহার করে থাকেন নিত্যযাত্রীরা। কিন্তু রেলের কাজের জন্য ৩০ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে ব্যান্ডেল। ব্যান্ডেল-চুঁচুড়া, ব্যান্ডেল-ত্রিবেণী, ব্যান্ডেল-খন্যানের মধ্যে বন্ধ থাকবে ট্রেন চলাচল। তার জেরে রোজকার যাতায়াতে বড়সড় সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। তবে তার জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে পূর্ব রেলের তরফে। পূর্ব রেল (Eastern Railway) সূত্রে খবর –

Advertisement

  • শুক্রবার বিকেল ৩টে থেকে চলবে বিশেষ ট্রেন। ৮ জোড়া ট্রেন চলবে হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত।
  • শনিবার সকাল থেকে ১৮ জোড়া বিশেষ ট্রেন চলবে একই রুটে।
  • এছাড়া ত্রিবেণী থেকে বর্ধমান, খন্যান ও চুঁচুড়া পর্যন্ত ট্রেন চলবে।
  • তবে হাওড়া-তারকেশ্বর লাইনে রোজকার মতোই চলবে ট্রেন।

[আরও পড়ুন: স্বামী লাদাখে, স্ত্রী অরুণাচলে, কুকুরের হাঁটার জন্য স্টেডিয়াম ফাঁকা করার ‘শাস্তি’ পেল IAS দম্পতি]

ইন্টারলকিংয়ের কাজ চলার জন্য শুক্রবার বিকাল তিনটে থেকে ৩০ মে সোমবার বিকেল তিনটে – অর্থাত্‍ ৭২ ঘণ্টা ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম এবং মগরা স্টেশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে দু’দিন ব্যান্ডেল স্টেশন (Bandel Station) সম্পূর্ণ বন্ধ থাকবে বলে একসপ্তাহ আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল রেল বোর্ড। সেইমতো বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে নিত্যযাত্রীদের ভোগান্তি কমাতে। ৩০ তারিখের মধ্যে এই কাজ শেষ হবে। ওইদিন রেলওয়ে সেফটি কমিশনার কাজ খতিয়ে দেখবেন। তারপর ৩১ তারিখ থেকে ফের স্বাভাবিক হবে ব্যান্ডেল থেকে রেল পরিষেবা।

[আরও পড়ুন: ‘অতিরিক্ত লোভ আর উচ্চাকাঙ্ক্ষাই শেষ করে দিল মেয়েকে’, আক্ষেপ মঞ্জুষার মায়ের]

অন্যদিকে, পুরুলিয়ার আদ্রা (Adra) ডিভিশন আগামী চারদিন ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। জানা গিয়েছে, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন মিলিয়ে মোট ২০ টি ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। ৩১ তারিখ পর্যন্ত অনিয়মিত থাকবে ট্রেন চলাচল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার