shono
Advertisement

সারদা মামলার তদন্তে ইডি? শুভেন্দুর মন্তব্যে জল্পনা, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার, পালটা তৃণমূলের

ইডি কী নিয়ে তদন্ত করবে তা কীভাবে শুভেন্দু আগেভাগে বলছেন, প্রশ্ন বিরোধীদের।
Posted: 10:41 AM Nov 20, 2022Updated: 10:42 AM Nov 20, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরু পাচার মামলা নিয়ে গত শুক্রবার বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্য প্রশাসনের অন্যতম নিয়ন্ত্রক কোনও প্রভাবশালী গরু পাচারের মতো অপরাধের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। তার ঠিক পরেরদিনই সারদা মামলা নিয়ে ইডি তদন্তের ইঙ্গিত দিলেন শুভেন্দু।

Advertisement

শনিবার নন্দীগ্রামের রামনগরে কর্মসূচি ছিল বিজেপি। তার নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, “অপা সিন্ডিকেট ধরা পড়েছে। পার্থ চট্টোপাধ্যায় জেলে। কেষ্ট তিহাড় জেলের পথে। সবে তো সকাল হয়েছে। আজ আবার টিভিতে বলছে ইডি নাকি আরও সক্রিয় হচ্ছে। ছবি বিক্রিটাও তারা সামনে আনবে।”

[আরও পড়ুন: নেতাজির অন্তর্ধান রহস্য বিকৃত করে সিনেমা-বই প্রকাশের অভিযোগ, জনস্বার্থ মামলা হাই কোর্টে]

ছবি বিক্রি বলতে কী বোঝাতে চাইলেন শুভেন্দু, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সারদার কর্ণধার সুদীপ্ত সেন (Sudipta Sen) একসময় দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি কিনেছিলেন তিনি। তবে কি ছবি বলতে সেই প্রসঙ্গই তুললেন শুভেন্দু, উঠছে সেই প্রশ্ন। দিনকয়েক আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতির তদন্তকারী সিবিআইয়ের সিট প্রধান বদল করে সারদা-নারদার প্রসঙ্গ তুলেছিলেন। নিয়োগ দুর্নীতির তদন্ত সারদা-নারদার মতো হয়ে না যায়, আশঙ্কাপ্রকাশ করেছিলেন। তারপরই শুভেন্দুর এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

তবে শুভেন্দুর মন্তব্য নিয়ে আপত্তি রয়েছে বিরোধীদের। ইডি (ED) কী নিয়ে তদন্ত তা কীভাবে শুভেন্দু আগেভাগে বলছেন, সেই প্রশ্ন তুলছেন প্রায় সকলেই। তবে কি সত্যি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজেপির কথা শুনেছে চলছে, প্রশ্ন করছেন অনেকেই। শুভেন্দুকে পালটা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “শুভেন্দু যে মামলার কথা বলছেন, সেটা ২০১৩ সালের। ৯ বছর পরে সেই মামলার গতিপ্রকৃতি কী হবে, তা যদি বিজেপির কোনও নেতা বলে দেন, তা হলে তো কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন জাগবেই। তাই আমরা বরাবর কেন্দ্রীয় এজেন্সির তদন্তে নিরপেক্ষতা দাবি করছি। তাছাড়া মামলা নিয়ে ইডি’র তরফে কিছু বলা হয়নি। শুভেন্দু ইডি’র জনসংযোগ আধিকারিক নিযুক্ত হয়েছেন কি না, তাও সরকারিভাবে জানানো হোক।”

[আরও পড়ুন: ‘আমাদের কাছে ভাল অস্ত্র প্রশিক্ষক আছে’, মদন মিত্রের মন্তব্যে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার