shono
Advertisement

Breaking News

ED

আরও বিপাকে সন্দীপ ঘোষ! এবার আর্থিক দুর্নীতিতে মামলা দায়েরের পথে ইডি

জানা গিয়েছে, সিবিআইয়ের FIR-এর ভিত্তিতে ইডি ECIR দায়ের করতে চলেছে। খুব শিগগিরই ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ।
Published By: Sucheta SenguptaPosted: 09:47 AM Aug 27, 2024Updated: 10:06 AM Aug 27, 2024

অর্ণব আইচ: সিবিআইয়ের পর এবার ইডি। জোড়া ফলার মুখে আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ। সূত্রের খবর, সন্দীপের বিরুদ্ধে ECIR করতে চলেছে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের এফআইআরের ভিত্তিতেই তাদের মামলা। খুব শিগগিরই ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ। ইতিমধ্যে টানা ১০ দিন ধরে আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলায় তাঁকে সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এছাড়া গত রবিবার আর্থিক দুর্নীতি মামলায় তাঁর বাড়ি গিয়েও তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। এবার ইডির পালা।

Advertisement

গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর তাঁর আমলে হাসপাতালের অন্যান্য আর্থিক দুর্নীতির বিষয়টিও সামনে আসে। সেই দুর্নীতির তদন্তে প্রথমে সিট গড়েছিল রাজ্য। তদন্তও শুরু হয়। এর মাঝেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি (ED) তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরই প্রাক্তন সহকর্মী আখতার আলি। তিনি ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। সন্দীপের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে মামলা দায়ের করেন তিনি। তবে আর্থিক দুর্নীতি নিয়ে প্রথম মামলাটি করে সিবিআই (CBI)। এবার ইডিও সেই এফআইআরের ভিত্তিতে ECIR করতে চলেছে বলে খবর। শুধু সন্দীপ ঘোষই নয়, ইডির ECIR-এ আরও কয়েকজনের নাম রয়েছে বলে সূত্রের খবর। 

[আরও পড়ুন: তৃতীয় বিয়ের জন্য পাত্রী খুঁজছেন আমির! ফতিমাকে ভুলে গেলেন?]

সন্দীপ ঘোষের আমলে আর জি কর হাসপাতালে নানা দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। তবে এতদিন সেসব চাপা পড়ে ছিল। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর তা ফের উসকে উঠেছে। মামলা দায়ের করে আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করেছে সিবিআই। রবিবার সন্দীপের বাড়িতে ১২ ঘণ্টা তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি সংগ্রহ করেন তদন্তকারীরা। এবার ইডিও আর্থিক দুর্নীতি মামলার তদন্ত শুরু করার পথে। 

[আরও পড়ুন: টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের সমাবেশে প্রথম সারিতে ছাত্রীরা, বক্তব্য রাখবেন অভিষেকও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে নামছে ইডি।
  • সিবিআইয়ের এফআইআরের ভিত্তিতে ECIR দায়েরের পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Advertisement