অর্ণব আইচ: বালিগঞ্জে টাকা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ীকে দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জের আর্ল স্ট্রিটের একটি অফিস থেকে ইডি-র গোয়েন্দারা ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করেন। এই ঘটনায় ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালকে আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে।
ইডির দাবি, ১২ কোটি টাকার হোটেল তিন কোটি টাকায় বিক্রির চুক্তিপত্র তৈরি হয়। বাকি ন’কোটি টাকার মধ্যে ১ কোটি ৪০ লাখ টাকা মনজিতের ঘনিষ্ঠ ব্যবসায়ী বিক্রম শিকারিয়ার অফিসে লেনদেন করা হচ্ছিল। ওই ন’কোটি টাকা কয়লা পাচারের বলে অভিযোগ ইডির। উদ্ধার হওয়া টাকা বাদে বাকি টাকার একটি অংশ হাওলায় মুম্বইয়ে ওই হোটেলের পুরনো মালিকের কাছে পাঠানোর কথা ছিল। এই ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে ইতিমধ্যেই বিক্রম শিকারিয়াকে ইডি দিল্লিতে তলব করে। তাঁকে ইডি দিল্লিতে জিজ্ঞাসাবাদ করেছে।
[আরও পড়ুন: ‘অস্ট্রেলিয়ার ক্ষতে লবণ-লেবু ঘষে দিয়েছে ভারত’, স্মিথদের কটাক্ষ জাদেজার]
এবার আরও তথ্য জানতে হাজিরা দিতে বলা হয়েছে মনজিৎ সিং গ্রেওয়ালকে। তাঁকে পরিচয়পত্র, গত পাঁচ বছরের ব্যাংক অ্যাকাউন্টের নথি, পাঁচ বছরের আয়করের রিটার্ন, পাসপোর্ট নিয়ে যেতে বলা হয়। এ ছাড়াও ওই ব্যবসায়ীর ব্যবসার যাবতীয় তথ্য ও নথি নিয়ে য়েতে বলা হয়েছে। তাঁর পরিবারের লোকেরা অন্যান্য ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে, সেগুলির নথিও ইডি জমা দিতে বলেছে। ওই ব্যবসায়ী ও তাঁর পরিবারের মোট ক’টি সংস্থা রয়েছে, ইডি তা জানার চেষ্টা করছে। কয়লা পাচারের কালো টাকা ওই সংস্থাগুলির মাধ্যমে সাদা করা হয়েছিল কি না, সেই তথ্য জানার চেষ্টা হচ্ছে। তলব করে এই ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ইডি।