সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনাঝুরিতে দোলে নিষেধাজ্ঞা নিয়ে বনদপ্তরকে বেনজির তোপ দিলীপ ঘোষের। প্রাক্তন বিজেপি সাংসদ বললেন, "রং খেলাতেও আপত্তি কীসের? উৎসবে বাধা দিলে উলটো করে ঝোলানো উচিত।" পালটা দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বললেন, "শান্তিনিকেতনেও দোল উদযাপন করা হচ্ছে। উনি আসলে কোনও খবরই রাখেন না।"

সম্প্রতি সোনাঝুরিতে দেখা যায় এই ব্যানার।
গত রবিবার দোলের দিন সোনাঝুরি হাট সংলগ্ন এলাকায় আবির খেলা ও বসন্তোৎসব পালনে নিষেধাজ্ঞা জারি করা হয় বনদপ্তরের তরফে। কারণ হিসেবে জানানো হয়, একসঙ্গে এত মানুষের সমাগমে জঙ্গলের পরিবেশ নষ্ট হয়। এই মর্মে ব্যানারও দেখা যায় সোনাঝুরিতে। বনদপ্তরের এই সিদ্ধান্তে চর্চা শুরু হয় বিভিন্ন মহলে। এদিকে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা দাবি করেন, সোনাঝুরিতে রং খেলায় কোনও নিষেধাজ্ঞা নেই। শুক্রবার সকালে দেখা গেল সোনাঝুরিতে আবিরে রঙিন সকলে। এসবের মাঝেই নিষেধাজ্ঞা নিয়ে সরকারকে নজিরবিহীনভাবে আক্রমণ করেন প্রাক্তন রাজ্য় বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বললেন, "রং খেলাতেও আপত্তি কীসের? উৎসবে বাধা দিলে উলটো করে ঝোলানো উচিত।" জুতো পেটা করার নিদানও দেন। এই মন্তব্যের জেরে স্বাভাবিকভাবেই বিতর্কে তৈরি হয়েছে। এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল।
তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "শান্তিনিকেতনেও দোল উদযাপন করা হচ্ছে। উনি আসলে কোনও খবরই রাখেন না। মেদিনীপুরের খবরটাও তো ঠিক মতো রাখেননি। সেই কারণেই ওনাকে এলাকার লোকরাই বের করে দিয়েছেন।" দিলীপ ঘোষকে জোকার বলে কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।