অর্ণব আইচ: ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের স্ত্রীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ৮ জুন অর্থাৎ বৃহস্পতিবার সকালে ১০টায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তলবের পিছনে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ রয়েছে বলে দাবি তৃণমূল সাংসদ শান্তনু সেনের।
এর আগেও কয়লা পাচার মামলায় গত বছর জুন মাসে অভিষেকপত্নী রুজিরাকে তলব করেছিল ইডি। সন্তানকে কোলে নিয়ে সে সময় হাজিরাও দিয়েছিলেন তিনি। টানা ৬ ঘণ্টা জেরা করা হয়েছিল। এবার ফের সিজিওতে ডাকা হল রুজিরাকে। ইতিমধ্যে তদন্তকারী সংস্থার তরফে সমন পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে দাবি।
[আরও পড়ুন: Abhishek Banerjee: বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে বাধা, অভিষেকপত্নী রুজিরাকে আটকাল অভিবাসন দপ্তর]
সূত্রের খবর, কিছু দিন আগে দিল্লি থেকে শহরে এসেছিলেন ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্র। কলকাতার অফিসারদের সঙ্গে কয়লা পাচার তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তখনই অভিষেকপত্নীকে ফের ডাকা হবে, এমনটা ঠিক হয়। সেই মতো সোমবার তাঁকে সমন পাঠাল ইডি। উল্লেখ্য়, এদিন দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তাঁকে আটকায় অভিবাসন দপ্তর। দপ্তরের আধিকারিকরা তাঁকে আটকায় বলে অভিযোগ। বিদেশ যাওয়া যাবে না বলে জানানো হয় রুজিরাকে। যদিও এর আগে সুপ্রিম কোর্ট তাঁর বিদেশযাত্রায় কোনও বাধা নেই বলে জানিয়েছিল।
এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “এর আগে নবজোয়ার যাত্রা আটকানোর জন্য় তাঁকে তলব করেছিল সিবিআই। এবার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি।” সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য় করা হচ্ছে বলেও অভিযোগ তৃণমূল নেতার।