shono
Advertisement
Cyber ​​Crime Branch

অতিরিক্ত মুনাফার আশা! ২৬ লক্ষের পর আরও বিনিয়োগ পথে গ্রাহক, জালিয়াতি থেকে বাঁচাল সাইবার ক্রাইম শাখা

ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম শাখা।
Published By: Subhankar PatraPosted: 04:30 PM Dec 25, 2025Updated: 04:30 PM Dec 25, 2025

অর্ণব আইচ: অতিরিক্ত মুনাফার ফাঁদে পা দিয়ে ২৬ লক্ষ টাকার বিনিয়োগ! আরও বিনিয়োগ করতেন তিনি। লেনদেন দেখে সন্দেহ হয়, সাইবার ক্রাইম ও ল' এনফোর্সমেন্ট ও ব্যাঙ্ক আধিকারিদের। তারা সতর্ক করেন গ্রাহককে। ফলে আরও বড় আর্থিক প্রতারণার থেকে রক্ষা পেলেন তিনি। পশ্চিমবঙ্গের সাইবার ক্রাইম শাখা ঘটনার তদন্ত শুরু করেছে। বিপুল অর্থ কোথায় গিয়েছে, তা তদন্ত করে দেখছেন আধিকারিকরা

Advertisement

একটি ব্যাঙ্কের প্রাক্তন সিনিয়র ম্যানেজোর সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সম্প্রতি সঞ্জয় একটি হোয়াটসঅ্যাপ ট্রেন্ডিং গ্রুপে জয়েন করেন। সেখানে প্রতারকরা তাঁকে বোঝায়, বিনিয়োগ করলে অতিরিক্ত মুনাফা পাওয়া যাবে। সেই ফাঁদে পা দিয়ে ইতিমধ্যেই ২৬ লক্ষ টাকা বিনিয়োগ করেন তিনি। আরও বিনিয়োগের জন্য তিনি প্রস্তুত ছিলেন। সন্দেহ হতেই তাঁকে নোটিস পাঠিয়ে সতর্ক করে সাইবার ক্রাইম শাখা ও ল' এনফোর্সমেন্টের আধিকারিকরা। যার ফলে আরও ১৬.৫৬ লক্ষ টাকার আর্থিক ক্ষতির হাত থেকে বেঁচেছেন তিনি।

সম্প্রতি, সাইবার ক্রাইম শাখা ও ব্যাঙ্কের নোডাল অফিসারদের মধ্যে একটি সমন্বয় সভা হয়। গ্রাহকদের লেনদেন পর্যবেক্ষণ ও ব্যাঙ্কগুলির সক্রিয় হস্তক্ষেপে সাইবার আর্থিক জালিয়াতি কম করা যেতে পারে বলে মত প্রকাশ করা হয়। ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে যে সমস্ত বিনিয়োগের প্রচার করা হয়, সেখানে বিনিয়োগ করতে বারণ করা হয়েছে।

সাইবার জালিয়াতিরা সোশাল মিডিয়া ব্যবহার করে জালিয়াতি করে। টার্গেট করা হয় বয়স্ক ব্যবহারকারীদের। কোনও সন্দেহজনক বিজ্ঞাপন দেখলে ১৯৩০ নম্বরে ফোন করে বিষয়টি জানানোর আবেদন করেছেন আধিকারিকরা। একটু সতর্ক থাকলেই সাইবার জালিয়াতি রুখে দেওয়া সম্ভব বলে মত আধিকারিকদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অতিরিক্ত মুনাফার ফাঁদে পা দিয়ে ২৬ লক্ষ টাকার বিনিয়োগ! আরও বিনিয়োগ করতেন তিনি।
  • লেনদেন দেখে সন্দেহ হয়, সাইবার ক্রাইম ও ল' এনফোর্সমেন্ট ও ব্যাঙ্ক আধিকারিদের।
  • তারা সতর্ক করেন গ্রাহককে। ফলে আরও বড় আর্থিক প্রতারণার থেকে রক্ষা পেলেন তিনি।
Advertisement