মানুষ এই মুহূর্তে চাকরি হারিয়ে বিপন্ন। সংসার-সন্তান সবের ভবিষ্যৎ অন্ধকার। সরকারি চাকরির শক্ত জমি এখন টালমাটাল।

মহাসমুদ্র পেরিয়ে বিশ্বজুড়ে এখন লক্ষ লক্ষ মানুষের বুকফাটা কান্না আর হাহাকার, আকস্মিক এক কোপে চাকরি হারানো মানুষের আর্তনাদ। আমেরিকা থেকে আমাদের রাজ্য, সাধারণ চাকুরিজীবী মানুষের মাথায় ভেঙে পড়েছে আকাশ। এবং এসব নিশ্চয়তা হারানো মানুষের অধিকাংশই নোঙর ফেলেছিল সবথেকে আপাত নিশ্চিত ও নিশ্চিন্ত বন্দরে– সরকারি চাকরি! যে কোনও সরকারি চাকরির নিশ্চয়তা যে কোনও বেসরকারি চাকরির খুঁটির জোরের চেয়ে অনেক বেশি, সন্দেহ নেই। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলির অর্থনৈতিক অবস্থা ও পরিকাঠামোর ভাগ্যে সরকারি চাকরির শিকে ছিঁড়লে মধ্যবিত্ত গেরস্ত তার মার্জার-ভাগ্যের কাছে কৃতজ্ঞবোধ করে।
কিন্তু এই মুহূর্তে ভাগ্যের অপ্রত্যাশিত পরিহাস বা আয়রনি হল, বিশ্বজুড়ে চাকরিহারাদের আর্তনাদ তৈরি করেছে এক অপরিমেয় মানবিক সমস্যা। এবং বিচার্য বিষয়, তাদের অধিকাংশই যুক্ত এবং সম্পূর্ণ নির্ভরশীল সরকারি চাকরিতে। আরও একটি জায়গায় দুর্ভাগ্য বা ‘নেমেসিস’ এই চাকরিহারাদের সমস্ত ভৌগোলিক এবং সামাজিক পার্থক্য মুছে দিয়ে মিলিয়ে দিয়েছে। এই মিলের জায়গাটা হল, যোগ্য-অযোগ্যর বিচার ছাড়াই, মুড়িমিছরি একত্রে মিশিয়ে করা হয়েছে চাকরি খারিজ! এই মুহূর্তে যে সরকারি চাকরির শক্ত জমিতে পেতেছে সংসার, দেখছে ভবিষ্যতের স্বপ্ন, বড় করছে সন্তানদের, পালন করছে সাংসারিক ও সামাজিক দায়দায়িত্ব; কাল তার পায়ের তলায় অন্ধকার, অনিশ্চিত পাতাল। সরকারি চাকরির মতো নির্ভরযোগ্য প্রতিশ্রুত আশ্রয়ও মুহূর্তে লুপ্ত। লক্ষ লক্ষ মানুষের জীবনে সারা বিশ্বজুড়ে দুর্ভাগ্যের অতর্কিত ঈগল যেন ছোঁ মারল!
উইলিয়াম শেক্সপিয়র তাঁর ‘ম্যাকবেথ’ নাটকে দুর্ভাগ্যের ঈগলের এমন এক মর্মান্তিক ছোঁয়ের বর্ণনা দিয়েছেন এই ভাষায়, যখন ম্যাকডাফ তার স্ত্রী এবং বাচ্চাদের একসঙ্গে হারাচ্ছে, তার সুখের সংসার মুহূর্তে নষ্ট হচ্ছে, ‘যেন একটা ঈগলপাখি আকাশ থেকে হঠাৎ উড়ে এসে নিষ্ঠুরতম আঘাতে সব তছনছ করে দিয়ে গেল’: ‘in one fell swoop!’ এখানে ‘ফেল’ শব্দটি শেক্সপিয়র ব্যবহার করেছেন ‘নির্মম, নিষ্ঠুর’ অর্থে। ‘সুপ’ হল ঈগলের ছোঁ! দুর্ভাগ্যের একটি করাল ছোঁ উপড়ে ফেলল নিশ্চয়তার সব শিকড়। ধস নামাল সংসারে। চুরমার করল সামাজিক মানসম্মান। কেড়ে নিল ভবিষ্যৎ।
গেরস্ত জীবন আয়নার মতো উত্তরহীন, সমাধানশূন্য প্রশ্নের সারি: কোথা থেকে আসবে সাধারণভাবে খেয়ে-পরে বেঁচে থাকার খরচ? কীভাবে লেখাপড়া শিখিয়ে বড় করব সন্তানদের? কী উপায়ে অসুখে চিকিৎসার খরচ জোগাব? কোন পথে মেটাব সংসারের বিচিত্র বিল? চাকরি যাওয়া মানে তো বেঁচে থাকার পথটাই পায়ের তলা থেকে সরে যাওয়া। ঘুটঘুটে আঁধার। পা বাড়ালে কোথায় যাব, কোন বন্ধু বলে দেবে?