shono
Advertisement

এগরা বিস্ফোরণ: খাদিকুল গ্রাম জুড়ে স্বজনহারানোর আর্তনাদ, ঘটনাস্থলে যাবেন শুভেন্দু অধিকারী

আজ খাদিকুলে যাবেন দোলা সেনরাও।
Posted: 09:01 AM May 17, 2023Updated: 10:28 AM May 17, 2023

রঞ্জন মহাপাত্র, কাঁথি: বিস্ফোরণের ঘটনার পর গোটা রাত পেরিয়েছে। এখন এগরার খাদিকুলে শুধুই স্বজনহারানোর আর্তনাদ। সেই সঙ্গে ক্ষোভে ফুঁসছে আমজনতা। বুধবার সকালে আর্থিক সাহায্য দিতে গ্রামে যাবেন মানস ভুইঞা, দোলা সেনরা। খাদিকুল যাওয়ার কথা শুভেন্দু অধিকারীরও (Suvendu Adhikari)।

Advertisement

মঙ্গলবার দুপুর বারোটা। রোজকার মতোই জীবনযাত্রা চলছিল এগরা ১ নম্বর ব্লকের সাহারা খাদিকুল গ্রাম পঞ্চায়েত এলাকায়। আচমকাই কান ফাটানো আওয়াজ কেঁপে ওঠে গোটা গ্রাম। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ছিল বাজি কারখানা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে দেহ। পরবর্তীতে মুখ্যমন্ত্রী জানান, ৫ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক ৭। সিআইডি তদন্তের নির্দেশও দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই মঙ্গলবার রাতে এগরার খাদিকুলে পৌঁছন সিআইডি আধিকারিকরা। এদিকে রাতেই অবস্থার অবনতি হওয়ায় জখম দুজনকে পাঠানো হয়েছে কলকাতার হাসপাতালে।

[আরও পড়ুন: মেলায় নিয়ে যাওয়ার নামে যৌন নির্যাতন, রাতভর ধানখেতে পড়ে রইল মূক শিশু]

বিস্ফোরণের ঘটনার পর বেশ কয়েকঘণ্টা পেরিয়ে গেলেও এখনও উত্তেজনা কমেনি খাদিকুলে। ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। কান্নায় ভেঙে পড়েছেন মৃতদের পরিবারের সদস্যরা। সকলের একটাই দাবি, অভিযুক্তের শাস্তি। পুলিশের ভূমিকাতেও অসন্তুষ্ট আমজনতা। তাঁদের অভিযোগ, সব মঙ্গলবারই মৃত ও আহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার সেই অর্থ তুলে দিতে খাদিকুলে যাওয়ার কথা তৃণমূলের দোলা সেন, মানস ভুইঞা-সহ অন্যান্যদের। এদিকে আজই ঘটনাস্থলে যাবেন শুভেন্দু অধিকারী-সহ বিজেপি প্রতিনিধিরা। যাওয়ার আগে শুভেন্দু জানিয়েছেন, এনআইএ তদন্তের দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হবেন তিনি। পাশাপাশি পুলিশ মন্ত্রীর পদত্যাগের আরজিও করেছেন। আজ ঘটনাস্থলে যাবেন সিআইডি আধিকারিক ও ফরেনসিক বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: ‘আমি নির্দোষ, CBI মিথ্যা মামলায় ফাঁসিয়েছে’, দাবি কয়লা পাচারের ‘কিংপিন’ বিকাশ মিশ্রর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার