shono
Advertisement

Breaking News

আইফেল টাওয়ারে বোমাতঙ্ক! এলাকা খালি করল ফরাসি প্রশাসন

হুমকি ফোন পেয়েই ব্যবস্থা পুলিশের।
Posted: 08:49 PM Aug 12, 2023Updated: 09:11 PM Aug 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইফেল টাওয়ারে (Eiffel Tower) বোমাতঙ্ক! বোমায় ঐতিহাসিক সৌধ উড়িয়ে দেওয়ার হুমকি। অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফোন পেয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিল পুলিশ। শনিবার সেখানে পর্যটকদের ঢোকা নিষিদ্ধ করল ফরাসি (France) প্রশাসন। খালি করা হয়েছে গোটা এলাকা।

Advertisement

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, আইফেল টাওয়ার বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি ফোন আসে পুলিশের কাছে। এর পর দ্রত ব্যবস্থা নেওয়া হয়। প্রথমত, শনিবার সারা দিনের জন্য ঐতিহাসিক টাওয়ারে পর্যটক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। ঐতিহ্যবাহী টাওয়ারের দেখভালের দায়িত্বে সংস্থা এসইটিই (SETE)। তারা জানিয়েছে, পুলিশের একটি দল এলাকা ফাঁকা করে বোমা খোঁজ শুরু করে। ছিল বম্ব স্কোয়াডের একটি দল। টাওয়ার সংলগ্ন যাবতীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বোমার হদিশ মেলেনি।

[আরও পড়ুন: বিমানে কিশোরীর পাশে বসে হস্তমৈথুন! গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক]

উল্লেখ্য, আগে একধিকবার আইফেল টাওয়ারে নাশকতার হুমকি ফোন পেয়েছে ফরাসি প্রশাসন। ২০২০ সালে মহামারীর আবহে বোমাতঙ্ক ছড়িয়েছিল ঐতিহাসিক টাওয়ারে। সেবারও খবর পাওয়ার পর এক মুহূর্ত দেরি করেনি পুলিশ। সঙ্গে সঙ্গে এলাকা ফাঁকা করে শুরু হয়েছিল তল্লাশি। যদিও শেষ পর্যন্ত খারাপ কিছু ঘটেনি।

[আরও পড়ুন: ঘোষিত হল পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রীর নাম, কে পেলেন দায়িত্ব]

প্রসঙ্গত, গত কয়েক মাসে হিংসার আগুনে জ্বলেছে ফ্রান্স। ট্রাফিক আইন না মানার অপরাধে পুলিশকর্মীর গুলিতে নিহত কিশোরের মৃত্যুতে উত্তাল হয়েছিল ‘কবিতার দেশ’। সেই পরিস্থিতি সামলে ওঠার পরে এবার আইফেল টাওয়ারে বোমাতঙ্ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement