shono
Advertisement
Benjamin Netanyahu

গ্রেপ্তারির ভয়ে সাত সমুদ্র পার! ট্রাম্প সাক্ষাতে ৪০০ কিমি ঘুরপথে আমেরিকায় নেতানিয়াহু

কার ভয়ে ভীত ইহুদি শাসক?
Published By: Amit Kumar DasPosted: 03:49 PM Apr 07, 2025Updated: 03:49 PM Apr 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক আদালত দোষী সাব্যস্ত করেছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। এই অবস্থায় শত্রু দেশের উপর দিয়ে যাওয়া যথেষ্ট ঝুঁকিপূর্ণ। সে কথা মাথায় রেখেই আমেরিকা যেতে ঘুরপথ ধরলেন ইহুদি শাসক। প্রায় ৪০০ কিলোমিটার বাড়তি রাস্তা পার করে আমেরিকায় পৌঁছলেন তিনি।

Advertisement

মার্কিন শুল্কের কোপে নাজেহাল বিশ্ব। রেহাই পায়নি আমেরিকার মিত্র দেশ ইজরায়েলও। এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন বিশ্বের প্রায় ৫০টি দেশের রাষ্ট্রপ্রধানরা। যদিও তাঁদের টপকে বন্ধু ইজরায়েল সবার আগে পেয়েছেন ট্রাম্প সাক্ষাতের 'টিকিট'। সেই মতো সোমবার আমেরিকাতে চলেও গিয়েছেন নেতানিয়াহু। তবে তাঁর এই সফর রীতিমতো চর্চার বিষয় শুরু হয়েছে। ইজরায়েলি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হাঙ্গেরি থেকে আমেরিকা যাওয়ার জন্য ৪০০ কিলোমিটার বা ২৪৮ মাইল পথ বাড়তি ঘুরতে হয় তাঁকে।

আসলে ২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া ইজরায়েল ও গাজার যুদ্ধের জেরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক আদালত। ফলে আদালতের এই গ্রেপ্তারি পরোয়ানাকে মান্যতা দিতে পারে যে কোনও দেশ। নেতানিয়াহুর আশঙ্কা হাঙ্গেরি থেকে আমেরিকা যাওয়ার সহজ পথে এমন কিছু দেশ রয়েছে যারা সুযোগ পেলে এই পরোয়ানা জারি করে তাঁকে গ্রেপ্তার করতে পারেন। আকাশ সফরে কোনও রকম আপদকালিন পরিস্থিতি তৈরি হলে এবং সেই দেশে জরুরি অবতরণ করলে নেতানিয়াহুর গ্রেপ্তারি নিশ্চিত। এই বিষয়টিকে গুরুত্ব দিয়েই বাড়তি ৪০০ কিলোমিটার ঘুরপথে আমেরিকা পৌঁছলেন তিনি।

ইজরায়েলের সংবাদমাধ্যম সূত্রে দাবি, সে দেশের গোয়েন্দা বিভাগের অনুমান আয়ারল্যান্ড, আইসল্যান্ড এবং নেদারল্যান্ড আন্তর্জাতিক আদালতের তরফে জারি করা এই গ্রেপ্তারি পরোয়ানা লাগু করতে পারে। এই অবস্থায় এই তিন দেশকে এড়িয়ে গ্রিস, ইতালি, ফ্রান্স এবং আটলান্টিক মহাসাগর হয়ে আমেরিকা যান ইজরায়েলের প্রধানমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমেরিকা যেতে ঘুরপথ ধরলেন ইহুদি শাসক।
  • প্রায় ৪০০ কিলোমিটার বাড়তি রাস্তা পার করে আমেরিকায় পৌঁছলেন বেঞ্জামিন নেতানিয়াহু।
  • আন্তর্জাতিক আদালত দোষী সাব্যস্ত করেছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে।
Advertisement