সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের (Maharashtra) রাজনীতিতে নয়া জল্পনা। যার জেরে সহযোগী পদ্মশিবিরকে হুঁশিয়ারি দিল মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) নেতৃত্বাধীন শিবসেনা (Shiv Sena)। নেপথ্যে এনসিপি (NCP) প্রধান শরদ পওয়ারের (Sharad Pawar) ভাইপো অজিত (Ajit Pawar)। জল্পনা তুঙ্গে যে দলবল-সহ বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন অজিত। এর পিছনে রয়েছে বিজেপির বিশেষ এক রাজনৈতিক কৌশল। এমন কথা চাউর হতেই গেরুয়া শিবিরকে পালটা হুঁশিয়ারি দিল শিন্ডে গোষ্ঠী।
বুধবার শিন্ডে শিবিরের শিবসেনা মুখপাত্র সঞ্জয় সিরসত বলেন, “আমরা স্পষ্ট করে দিতে চাই, এনসিপি একটি বিশ্বাসঘাতক দল। ক্ষমতা পেলেও এনসিপির সঙ্গে থাকব না।” কার্যত বিজেপিকে বার্তা দেন, এনসিপিকে যদি সঙ্গে নেওয়া হয় তবে তাঁরা বিজেপির সঙ্গে সরকারে থাকবেন না। নেপথ্যে রয়েছে বড়সড় জল্পনা। মঙ্গলবার সকাল থেকেই মহারাষ্ট্রের রাজনীতিতে গুঞ্জন, এনসিপি-র ৪০ জন বিধায়ককে নিয়ে বিজেপির সঙ্গে হাত মেলাতে চলেছেন অজিত। বিজেপির দিক থেকেও তাতে উৎসাহ রয়েছে।
[আরও পড়ুন: সরকারি নির্দেশের জের, ৩৫ বছর পর মন্দিরের কাজ থেকে বরখাস্ত দুই মুসলিম ব্যক্তি]
উল্লেখ্য, দলত্যাগ-বিরোধী আইনে শিন্ডে এবং তাঁর বিধায়কদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা চলছে। আশঙ্কা, এই মামলায় শিন্ডে গোষ্ঠীর বিধায়ক পদ খারিজ করতে পারে আদালত। সেক্ষেত্রে মহারাষ্ট্রে ক্ষমতা ধরে রাখতে বিকল্প তৈরি রাখতে চাইছে বিজেপি। সেই বিকল্প হতে পারে অজিত এবং তাঁর অনুগামী ৪০ জন বিধায়ক। মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া জল্পনা তুঙ্গে উঠলেও মঙ্গলবার রাতেই শরদ, তাঁর সাংসদ-কন্যা সুপ্রিয়া এবং ভাইপো অজিত এনসিপিতে ভাঙনের ‘জল্পনা’ উড়িয়ে দিয়েছেন। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একাধিকবার কাকা শরদের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ হয়ে ওঠা ভাইপো ভবিষ্যতে ক্ষমতার অলিন্দে পৌঁছাতে কোন পথ অবলম্বন করবেন তা বলা কঠিন।