shono
Advertisement

শুকনো কাশি থেকে রেহাই দেবে এই ঘরোয়া টোটকা

চিকিৎসকের কাছে না গেলেও চলবে। The post শুকনো কাশি থেকে রেহাই দেবে এই ঘরোয়া টোটকা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:22 PM Nov 04, 2018Updated: 06:22 PM Nov 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলি চলে এসেছে৷ ক্যালেন্ডার বলছে, নভেম্বরের শুরু৷ শীত প্রায় দোরগোড়ায়৷ রাতে ঠান্ডা আর দিনে গরম৷ যাকে বলে ঋতু বদলের সময়৷ এই সময় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হন বিভিন্ন রোগে৷ তা হতে পারে সর্দি-কাশি৷ আবার জ্বর৷ সারাক্ষণ কাশির ফলে গলাও ব্যথা হয়ে যায়৷ শুকনো কাশি হলে তো আর কথাই নেই৷ চূড়ান্ত কষ্ট পেতে হয় রোগীকে৷ এই সমস্যা থেকে মুক্তি পেতে চিকিৎসকের কাছে ছোটেন অনেকেই৷ গুচ্ছ গুচ্ছ ওষুধ আর কফ সিরাপ খেয়ে খেয়ে সারাতে হয় রোগ৷ কিন্তু জানেন কি, চিকিৎসকের কাছে না গিয়েও সারানো যায় কাশি৷ ঘরোয়া টোটকার সন্ধান রইল আপনার জন্য৷

Advertisement

[গোপনাঙ্গে ফোড়া! সারবে কীভাবে?]

প্রত্যেকের বাড়ির রান্নাঘরেই থাকে ছোট এলাচ৷ সুগন্ধী এই মশলার নাম মনে পড়লেই ভাল লাগে৷ প্রথমেই মনে আসে, এলাচির সুগন্ধে ভরপুর দুধ চায়ের কথা৷ ক্ষীরের কথাও মনে পড়ে সকলের৷ এই এলাচ যে শুধু সুগন্ধী মশলা তাই নয়৷ শুকনো কাশি থেকেও মুক্তি দিতে পারে ছোট এলাচ৷ সর্দি, কাশি এবং ঋতু পরিবর্তনের জ্বর থেকেও মুক্তি দিতে পারে ছোট এলাচ৷ অ্যান্টি অক্সিডেন্টে ভরা এলাচ জীবানুনাশকও৷ গলা ব্যথা এবং শুকনো কাশি হলে চিকিৎসকের কাছে না গিয়ে এলাচকে কাজে লাগান৷ এমনকী ক্লান্তি দূর করতেও এলাচ দেওয়া চায়ের জুড়ি মেলা ভার৷

[দিনভর ঘুম-ঘুম ভাব, শরীরে বড় কোনও রোগ বাসা বাঁধেনি তো?]


[জ্বর থেকে রেহাই পেতে এই অভ্যাসগুলি এখনই বদলান]

এক কাপ জল নিন৷ গ্যাসে বসিয়ে তাতে মধু এবং বেশ কয়েকটি ছোট এলাচ দিন৷ ফুটে গেলে এলাচ ছেঁকে ওই জল পান করুন৷ ইষদুষ্ণ ওই জল কয়েকদিন খেলেই কমে যাবে গলা ব্যথা৷ রেহাই পাবেন শুকনো কাশি থেকেও৷

[ভাইরাল ফিভারের মরশুমে সতর্ক থাকুন, জেনে নিন মুক্তির উপায়]

বাড়িতে না থাকলে ছোট এলাচ দেওয়া ইষদুষ্ণ জল খাওয়ার সময় পান না অনেকেই৷ এই সময় না পেলেও সমস্যা নেই৷ ছোট এলাচ মুখে রাখলেও শুকনো কাশির সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব৷ শুধু কাশিই নয়, হজম ক্ষমতাও বাড়াতে পারে ছোট এলাচ৷

[জানেন কি, আপনার এই অভ্যাসগুলি হতে পারে অন্ধত্বের কারণ!]

হাঁপানির সমস্যায় যাঁরা ভোগেন, তাঁদের জন্যও ছোট এলাচ খুবই উপকারী৷ প্রতিদিন আধ ঘণ্টা করে ছোট এলাচ চিবিয়ে খেলে হাঁপানির সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব৷

The post শুকনো কাশি থেকে রেহাই দেবে এই ঘরোয়া টোটকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement