shono
Advertisement
Hooghly

পাড়ার কিশোরকে 'শাসনে'র খেসারত! বৃদ্ধাকে পিটিয়ে মারল নাবালকের পরিবার

গ্রামেরই এক নাবালক নানাভাবে উত্ত্যক্ত করত বলে অভিযোগ।
Posted: 09:13 AM Apr 28, 2024Updated: 09:34 AM Apr 28, 2024

সুমন করাতি, হুগলি: পাড়ার বৃদ্ধার সঙ্গে নিত্যদিন খুনসুটি করত পাড়ারই এক নাবালক। 'বিরক্ত' হয়ে তাকে বকাবকি করেছিলেন ওই বৃদ্ধা। সেই শাসনের জেরেই বেঘোরে প্রাণ গেল তাঁর। অভিযোগ, ছেলেকে বকাবকির বদলা নিতেই বৃদ্ধাকে পিটিয়ে মারল নাবালকের পরিবারের সদস্যরা। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়া ব্লকের বিলসরা গ্রামের ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিলসরা গ্রামের বাসিন্দা ৬১ বছর বয়সী সন্ধ্যারানী ক্ষেত্রপাল। গ্রামেরই এক নাবালক নানাভাবে উত্ত্যক্ত করত বলে অভিযোগ। শনিবারও সে বৃদ্ধাকে বিরক্ত করছিল বলে অভিযোগ। বিকেলে ওই নাবালককে বকাবকি করেন বৃদ্ধা। সেকথা সে বাড়িতে জানায় বলে খবর। এর পরই ঘটে যায় মর্মান্তিক ঘটনাটি।

[আরও পড়ুন: ‘যোগ্য’দের চাকরি ফেরানোর দাবি, SSC ভবন ঘেরাও কর্মসূচিতে বাম-পুলিশ খণ্ডযুদ্ধ]

নাবালকের পরিবারের লোকজন সন্ধ্যারানীর উপরে চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধরের ফলে রাস্তায় লুটিয়ে পড়েন বৃদ্ধা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত পান্ডুয়া থানার পুলিশ। বৃদ্ধাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: হুকিং করে ঝুপড়িতে এসি চালাচ্ছেন কাগজ কুড়ানি! বিস্মিত মেয়র পারিষদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাড়ার বৃদ্ধার সঙ্গে নিত্যদিন খুনসুটি করত পাড়ারই এক নাবালক।
  • 'বিরক্ত' হয়ে তাকে বকাবকি করেছিলেন ওই বৃদ্ধা।
  • অভিযোগ, ছেলেকে বকাবকির বদলা নিতেই বৃদ্ধাকে পিটিয়ে মারল নাবালকের পরিবারের সদস্যরা।
Advertisement